উপনির্বাচনের দিনেই ভাটপাড়ায় খুন হন তৃণমূল নেতা (TMC Leader) অশোক সাউ। নিহত তৃণমূল নেতার (TMC Leader) পরিবার পুলিশের ওপর ভরসা করতে পারছেন না। তাঁরা নিহত তৃণমূল নেতার (TMC Leader) খুনের তদন্তের জন্য NIA-এর দাবি করেন। এই বিষয়ে নিহত তৃণমূল নেতার (TMC Leader) পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
নিহত তৃণমূল নেতার পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁদের পুলিশের ওপর ভরসা নেই। NIA-এর তদন্ত চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হবেন। শুধু তাই নয়, এই বিষয়ে তাঁরা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। নিহত তৃণমূল নেতার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
উপনির্বাচনের দিন ভাটপাড়ায় জগদ্দল থানা থেকে ঠিল ছোঁড়া দুরত্বে তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করা হয়। একটি চায়ের দোকানে তাঁকে দুষ্কৃতীরা ঘিরে ফেলে তাঁকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । এই প্রসঙ্গে নিহতের ভাই বলেন, “ আজ ২ – ৩ দিন হয়ে গেছে। পুলিশ মাত্র ১ জনকে গ্রেফতার করেছে। আমার কাছে ভিডিয়ো আছে ওরা স্করপিও চড়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ওদের ধরছে না। কী কারণে ধরছে না সেটা আমি তো জানি। সবাই জানে। পুলিশ তৎপর না হলে হাইকোর্ট যাব। NIA করব।”
এই প্রসঙ্গে তৃণমূল নেতার অন্য এক ভাই বলেন, “এখানকার সাংসদ ভোটের আগে বলেছিলেন গুন্ডারাজ শেষ করে দেব। কিন্তু ওনার সেই ক্ষমতা নেই। আমি রাজ্যপালের কাছে যাব। তাঁকে বলব সুবিচার দিতে। এদের কোনও ক্ষমতা নেই। আমি বুঝে গেছি।”
অশোক সাউ খুনে তৃণমূল ও বিজেপি একে ওপরকে দোষারোপ করেছে। তৃণমূল নেতারা অভিযোগ করেছেন, যারা খুনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিজেপি নেতা অর্জুন সিংয়ের অনুগামী। অন্যদিকে, তৃণমূল সাংসদের সঙ্গে মূল অভিযুক্তের ছবি বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে।