TMC Leader: উৎসবের রাতে শহরে নারকীয় ঘটনা! যুবককে পিটিয়ে মারল তৃণমূল নেতা

পঞ্চমীর রাতে উৎসবে মাতোয়ারা। সেই সময় পঞ্চমীর রাতে একটি যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার (TMC leader) বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা ওয়ার্ড কমিটির সভাপতি(TMC leader)  । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই তৃণমূল নেতা (TMC leader)  এক যুবককে পিটিয়ে মারে। মঙ্গলবার রাতে আরামবাগের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে(TMC leader)  । পুলিশ ইতিমধ্যে তৃণমূল নেতা (TMC leader) হেমন্ত পাল। মৃত যুবকের নাম দেবাশিস আঁশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার আইসি রাকেশ সিং উপস্থিত হন। অভিযুক্ত তৃণমূল নেতা আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দেবাশিস বাবু তাঁর ভাগ্নের খোঁজ করতে বের হন। তিনি দেখেন, তাঁর ভাগ্নের সঙ্গে হেমন্ত পালের ঝগড়া হচ্ছে। সেই সময় দেবাশিস বাবু প্রতিবাদ করেন। হেমন্ত পাল দেবাশিসকে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারতে শুরু করেন। সংজ্ঞা হারান দেবাশিস। স্থানীয় বাসিন্দারা দেবাশিসকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেই সময় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রের খবর, হেমন্ত পাল দীর্ঘদিন ধরে তৃণমূলের ছাত্র পরিষদ করতেন। তিনি সম্প্রতি ওয়ার্ড সভাপতি হন। তাঁর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তোলাবাজি সহ একাধিক অভিযোগ করেন।

আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ  ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, তৃণমূলের এই হার্মাদ আগেও আমাদের কর্মীর ওপর অত্যাচার করেছিলেন। বার বার থানায় অভিযোগ জানানো হয়েছে হেমন্ত পালের বিরুদ্ধে। এবার এক যুবককে পিটিয়ে মেরে ফেলল। সমাজ বিরোধীদের সমাজে থাকার কোনও অধিকার নেই। কিন্তু তৃণমূলের আশ্রয়ে এরাই মানুষকে ভয় দেখিয়ে একাধিক দুর্নীতি করে। অপরাধ করে। মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনও কথা বলতে পারে না।