প্রনব বিশ্বাস, আগড়পাড়াঃ ষড় ঋতুর দেশ আমাদের এই ভারত। ঋতু চক্রের প্রথম ঋতু গ্রীষ্মের দাবদাহের পর বর্ষার হাত ধরে যে ঋতুটির আবির্ভাব ঘটে, সেটি হল শরৎ। শরৎ ঋতুটি প্রকৃত অর্থেই নানা উৎসবে মুখরিত। এই ঋতুর প্রথমেই যে উৎসবটি জনমানসকে উদ্বেলিত করে সেটি হল দেবী দশভূজা দুর্গার আরাধনা – দুর্গা পূজো।
শরতের আবির্ভাবে নির্মল আকাশ, ধুসর শুভ্র কাশফুলের সমারোহ, বর্ষার অমৃতবারি সিঞ্চিত রৌদ্রকিরণোজ্জ্বল ধরিত্রী, এরই মাঝে মা মহামায়ার আগমনী বার্তা নিয়ে এল আগরপাড়া ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার। আজ তাদের ২৬ তম বর্ষে শারদ উৎসবের সূচনা হলো খুটি পূজোর মধ্য দিয়ে। এবছর তাদের পুজোর থিম ‘নারীশক্তি’।
‘নারী’ শব্দটি উচ্চারিত হওয়ার সাথে সাথে আমাদের সামনে ভেসে উঠে মমতাময়ী মায়ের প্রতিচ্ছবি। যার মাধ্যমেই আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। বর্তমানে বিশ্বেজুড়ে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হচ্ছে। সেই অপার মমতার অধিকারী নারীদের এই বছরের পুজো উৎসর্গ করতে তাদের এবছর থিমের ভাবনা নারীশক্তি।
কোভিড পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনে আয়োজন করা হবে শারদ উৎসবের। এবারে তাদের পুজোর আয়োজনে থাকবে নারীশক্তি এমনটাই জানালেন, পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা বিশ্বনাথ দে।
এদিনের খুটি পূজো অনুষ্ঠানে হাজির ছিলেন টেলি অভিনেত্রী পূজা মালাকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, অতিমারির কারণে গতবছরও শারদ উৎসবের আনন্দ উপভোগ করতে পারেনি আপামর বাঙালি। পাশাপাশি তিনি সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেন সমস্ত সাধারণ মানুষকে।