পল্লব হাজরা,বরাহনগর: ২০২১ এর বিধানসভা ভোটে সি পি আই(এম)এর ভরা ডুবি হলেও দীর্ঘ অতিমারি পরিস্থিতিতে নিরন্ন মানুষের পাশে থেকে অন্নের চাহিদা মিটিয়েছে ‘শ্রমজীবী ক্যান্টিন’। যাদবপুরে প্রথম শ্রমজীবী ক্যান্টিন খোলা হয় যা পরবর্তী সময় রাজ্যব্যাপী ছড়িয়ে পরে এক মডেলের রূপ নেয়। যাদবপুরের দিন কয়েক পরেই উত্তর শহরতলীর বরাহনগর এ.কে. মুখার্জী রোড এর কাছে খোলা হয় একটি শ্রমজীবী ক্যান্টিন। যার নাম দেওয়া হয় ‘শহীদ কমরেড সন্তোষ মৈত্র বরানগর শ্রমজীবী ক্যান্টিন।’ যেখানে স্বল্প মূল্যের বিনিময়ে প্রান্তিক মানুষের জন্য আহার সরবরাহ করা হয়।
বর্তমানে ঝড়,বন্যা, অতিমারি ও আংশিক লকডাউনে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার ‘শহীদ কমরেড সন্তোষ মৈত্র বরানগর শ্রমজীবী ক্যান্টিন’ এর উদ্যোগে বনহুগলী লেকভিউ ভবনে অনুষ্ঠিত হয় রক্তার্পণ উৎসব। অত্যাধুনিক মোবাইল ভ্যানে চলে এই স্বেচ্ছায় রক্তদান প্রক্রিয়া।
সংগঠনের অন্যতম সদস্য তথা উত্তর ২৪পরগণা জেলার CITU-র অন্যতম সদস্য রঞ্জিত দাস জানান , ২০২০ সালের ১৯শে আগস্ট বরানগরের বুকে প্রথম শ্রমজীবী ক্যান্টিনের শুভ সূচনা হয়। তাই বর্ষপূর্তি হিসেবে আজকের দিনটা এই মহতী অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া। এই রক্তের দ্বারা দলমত নির্বিশেষে মুমূর্ষু রোগীর চাহিদা মিটবে বলে বিশ্বাস রঞ্জিত বাবুদের।
এদিন সংগঠনের কর্মীসহ মোট ৮০জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন এবং সংগ্রহ করা রক্ত আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্লাড ব্যাঙ্কে দেওয়া হয়।