নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : এবার শিশু মনেও ছাপ ফেলল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। স্কুল বন্ধ হওয়া খুদে পড়ুয়ারা এখন কার্যত গৃহবন্দি। আর সেই গৃহবন্দির মধ্যে বিনোদনের বলতে মোবাইল আর টিভি। কিন্তু হারিয়ে যেতে বসা ঝুলন যাত্রাকে পরিবারের সদস্যদের সহায়তায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে খুঁদে পড়ুয়ারা। এমনই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রাম শহরের বামদা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।
এখন খুঁদেরা বাড়িতে সারাক্ষণ থাকায় অবসরের সময়ও অনেক বেশি। আর সেই অবসরের সময়েই পাঁচ খুদে পড়ুয়া মিলে তৈরি করেছে ঝুলনের চিত্র। ইট, বালি, কাগজ দিয়ে যেমন দুয়ারে সরকারের ক্যাম্প ও লকডাউনের শুনশান বাজারের ছবি মডেল হিসেবে তুলে ধরেছে তেমনি রাস্তা দিয়ে যাতায়াতের জন্য গাড়ি ও অ্যাম্বুলেন্স গাড়ির পাশাপাশি মানুষের অবয়ব গুলি তৈরি করেছে পুতুলের সাহায্যে। আর সেখানে তাদের চিন্তা ভাবনায় স্থান পেয়েছে রাজ্য সরকারের এই মুহূর্তে জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার।
চতুর্থ শ্রেণির শ্রেয়া পাল বলে,‘ঝুলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর প্রকল্প দুয়ারে সরকার তৈরি করেছি। এখানে মানুষজন এসে নানা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন তা দেখিয়েছি। নিজেরা টিভি ও পেপারে যে ছবি গুলি দেখেছি তাই এখানে তৈরি করেছি।’ অজিতেশ সরকার বলে,‘গত বছর প্রথমবার শুরু করেছিলাম ঝুলন। এবারে দুই বছরে পা দিল আমাদের ঝুলন যাত্রা। মোট পাঁচজন মিলে আমরা ঝুলন বানিয়েছি ।’ ঝাড়গ্রাম শহরে এহেন ঝুলন দৃশ্য তৈরি করে প্রতিবেশিদের মন জয় করেছে খুঁদে পড়ুয়ারা।