নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ এক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার সব নদী।একই অবস্থা সিমলাপালের শিলাবতী নদীর। নদীর ব্রিজের উপর জল উঠার কারণে বাঁকুড়া ঝারগ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর যান চলাচল বন্ধ। জল যত বাড়ছে ততোই জলের গতিবেগ বাড়ছে। ইতিমধ্যেই বাঁকুড়া ঝাড়গ্রাম যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।
একই খবর লক্ষীসাগর বাঁকুড়া রাস্তার উপর পাথরডাঙ্গা-ভেলাইডিহা ব্রিজের উপর দিয়ে বয়ে চলেছে জল বুধবার রাত্রি থেকেই। স্থানীয় এক বাসিন্দা রাস্তা পারাপার করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়েছে বলে খবর খাতড়া বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে। পাথরডাঙ্গা শিলাবতী নদীতে নিখোঁজ ব্যক্তির তল্লাশি চালাতে আজ আসছে এনডিআরএফ এর একটি দল।
অন্যদিকে বন্যার ফলে রাস্তা ভেঙে যাওয়ার খবর সিমলাপাল শিলাবতি নদীর তীরে অবস্থিত আনন্দপুর গ্রামের। ভারী নিম্নচাপ এর ফলে এবং অভিনয় বৃষ্টিপাতে সভাপতি সেতু ব্রিজ থেকে শুরু করে আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সমস্তকিছুই জলের তলে আর একইভাবে এই জলের তরে রাস্তা ভেঙ্গে গিয়েছে বলে জানাচ্ছেন আনন্দপুর গ্রামের বাসিন্দারা।
সিমলাপাল এলাকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যে সমস্ত গ্রাম রয়েছে প্রায় বেশিরভাগ গ্রামে ক্ষতির মুখে। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে যানবাহন চলাচল এর পাশাপাশি যে সমস্ত কাজকর্ম রয়েছে তা গতকাল রাত থেকেই বন্ধ হয়ে পড়ে পড়েছে।গ্রামের রাস্তায় বন্যার ফলে জল উঠে যায় এবং তাতেই ধসে পড়ে গ্রামের রাস্তা। এমনটাই জানাচ্ছেন আনন্দপুর গ্রামের গ্রামবাসীরা। তারা যত দ্রুত সম্ভব প্রশাসনের হস্তক্ষেপের আশা করছেন। না হলে বন্যা পরিস্থিতির ফলে ধসে পড়তে পারে নদীর তীরবর্তী সমস্ত ঘরবাড়ি।