খবর এইসময়, নিউজ ডেস্কঃ প্রকৃতির রোষ থেকে কোনওভাবেই যেন মুক্তি মিলছে না। সম্প্রতি হিমাচলের বিস্তীর্ণ অংশে মেঘ ভাঙা টানা বৃষ্টির শেষে হড়পা বান আসে। কয়েকজনের মৃত্যু হয়। ধসও নেমেছিল বেশ কয়েক জায়গায়।
এবার হিমাচলপ্রদেশের কিন্নোর জেলায় আচমকা ভূমিধসের জের। যাত্রীবোঝাই বাস-সহ আরও কয়েকটি গাড়ির উপর হুড়মুড়িয়ে পাথরের চাঁই ভেঙে পড়ে। যার জেরে ধ্বংসস্তূপের ভিতর আটকে যায় বাস-সহ বেশ কয়েকটা গাড়ি। নিখোঁজ প্রায় ৪০ জন বাসযাত্রী । অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আইটিবিপি (ITBP) জওয়ানরা। দ্রুত গতিতে শুরু হয়েছে উদ্ধারকার্য। প্রশাসনিক সূত্রে খবর, উদ্ধারকার্যে সাহায্য করতে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে NDRF দল-সহ অন্যান্য উদ্ধারকারী দলকেও। ইতিমধ্যে ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। পুলিশ আধিকারিক এবং স্থানীয় প্রশাসনকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, হিমাচল প্রদেশের কিন্নর জেলায় বুধবার দুপুর ১২টা ৪৫ নাগাদ রেকং পেও-শিমলা হাইওয়ের ভাবনগর থানা এলাকায় ধস নামার ঘটনাটি ঘটে। পাহাড় থেকে ভেঙে পড়ে বড় বড় পাথরের চাঁই।