নিজস্ব প্রতিনিধি, কামারহাটিঃ দুয়ারে সরকার কর্মসূচির পরিকল্পনা চালানোর সময় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে চললো গুলি। বৃহস্পতিবার রাতে কামারহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান-ইন-কাউন্সিল কামালউদ্দিন আনসারী পার্টি অফিস লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। এরপরে এলোপাতাড়ি বোমাবাজি ও করা হয় বলে অভিযোগ।
কামারহাটি ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূলের এই দলীয় কার্যালয়ে বোমার আঘাতে দুই মহিলা, শিশু সহ ৬ জন আহত হন। আহতদের কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অঞ্চলজুড়ে। ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী।
সাব্বির আলম লস্কর নামে এক ব্যাক্তি জানান “আমি এখানে ফরম ফিলাপ করছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হয়। তখন আমি অফিসের দিকে পালাই। মহিলারাও এদিক-ওদিক ছুটতে থাকে। এক জন দুষ্কৃতী আমার দিকে বন্দুক তাক করে। আমি তাকে গুলি চালাতে বারণ করি। সে তখন বাইরে বেরিয়ে গুলি চালাতে থাকে। এরই মধ্যে আমি ওই স্থান থেকে পালিয়ে যাই। এই ঘটনায় আমরা যথেষ্ট আতঙ্কিত।
কামাল আনসারী জানান, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। দুয়ারের সরকারের জন্য দলের পার্টি অফিসে কাজ হচ্ছিল। স্থানীয় দুষ্কৃতীরা সে সময় আমার দলীয় কার্যালয়ের দরজার সামনে বোমা চালানো বোমা চলল। কয়েকজন মহিলা বাচ্চা জখম হয়েছে এরপর দুষ্কৃতীরা গুলি চালায়। পুলিশের কাছে এসব দুষ্কৃতীদের বিরুদ্ধে বারে বারে আভিযোগ জানানো হয়েছে কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার পরে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি বলেন “আজকে একটা ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে। দুষ্কৃতীদের ধরতে এখনো পর্যন্ত অভিযান চলছে। এই ঘটনায় ছয় জনের আহত হওয়ার খবর পেয়েছি। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশ কমিশনার।