HomeঅফবিটMahishadal Rajbari:প্রাচীন ঐতিহ্য মেনে আজও পূজিত হন মহিষাদল রাজবাড়ির ২৪৭ বছরের দেবী...

Mahishadal Rajbari:প্রাচীন ঐতিহ্য মেনে আজও পূজিত হন মহিষাদল রাজবাড়ির ২৪৭ বছরের দেবী দুর্গা

Published on

সঞ্জয় কাপড়ি,মহিষাদলঃ প্রাচীন রীতি নীতি মেনে আজও মহালয়ার পরের দিন অর্থাৎ পঞ্জিকা মতে প্রতিপদের দিন থেকেই শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির ২৪৭ বছরের দুর্গাপুজো। রাজাদের সেকেলে রাজত্ব আজ আর না থাকলেও রাজবাড়ির দুর্গাপুজোয় আজও থেকে গেছে সেকালের পুজোর প্রাচীন নিয়ম কানুন সমূহ। ঢাক, ঢোল, কাঁসর-ঘন্টা ধ্বনি সহযোগে পুজোর কয়েকদিন চলে মহিষাদল রাজবাড়ির প্রাচীন এই দুর্গাপুজো। তবে এখন আর মহাষ্টমীর দিন কামান দাগা হয় না। নেই সেকেলে পর্দা প্রথাও। তারই মাঝে আজও রাজবাড়ির ঐতিহ্য বহন করে চলে এই পুজো।

ইতিহাসের পাতা ঘাটলে জানা যায়, ১৭৭৪ সালে রাজা আনন্দলাল উপাধ্যায়ের স্ত্রী রাণী জানকির হাত ধরে সূচনা হয় মহিষাদল রাজ পরিবারের দুর্গাপুজোর। এরপর থেকেই ক্রমে ক্রমে প্রজন্মের হাত ধরে চলে আসছে মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। একসময় এই রাজবাড়ির পুজোকে কেন্দ্র করে উদ্দিপনায় মেতে উঠতেন মহিষাদলসহ আশেপাশের অঞ্চলগুলির মানুষজন। কিন্তু রাজাদের সেকেলে রাজত্ব হারানোর সঙ্গে সঙ্গে আজ মানুষের মধ্যে হারিয়েছে এই প্রাচীন রাজবাড়ী দুর্গাপুজোর আমেজ। তবে পুজোর আমেজ এখন আর আগের মতো না থাকলেও পুজোর ক্ষেত্রে আজও মেনে চলা হয় প্রাচীন বহু নিয়ম কানুন।

পুজোর সূচনাকাল থেকেই চলে আসছে প্রতিপদ থেকে রাজবাড়ীতে পুজো শুরু হওয়ার প্রথা যা আজও হয়ে আসছে এখানে। প্রথমা থেকে দশমী পর্যন্ত প্রত্যেকদিনই রাজবাড়ীতে থাকে দেবীর ভোগ রান্নার আয়োজন। ষষ্ঠীতে ছয় মন চালের ভোগ, সপ্তমীতে আট মন চালের ভোগ, অষ্টমীতে আট মন চালের ভোগ এভাবেই তিথি মেনে রাজবাড়ীতে এককালে চলতো ভোগ রান্নার আয়োজন। কিন্তু আজতা জৌলুস হারিয়ে ভোগের চালের পরিমাণ কমলেও তা আজ প্রথা মেনেই হয়ে আসছে। পুজোর কয়েকটাদিন কোনোরকম ‘যুদ্ধ নয় শান্তি চাই’ এই বার্তা সকলকে দেওয়ার জন্য রাজ পরিবারের সমস্ত তলোয়ার, অস্ত্রশস্ত্র রাখা হয় দেবীর পায়ের তলায়।

এছাড়াও পুজোর দিনগুলো সাংস্কৃতিক বিনোদনের জন্য থাকতো বিশেষ শাস্ত্রীয় সংগীত, যাত্রাপালা গান প্রভৃতির ব্যবস্থা। কিন্তু আজ তা সেভাবে না হলেও আধুনিকতার ছোঁয়ায় স্থানীয় শিল্পী সমন্বয়ে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। অষ্টমীতে সন্ধিপুজোর জন্য রাজবাড়ীতে সুদূর কেদারনাথ, বদ্রিনাথ থেকে আসতো ১০৮ টি নীল পদ্ম। কিন্তু এই নিয়ম আজ আর তেমনভাবে পালন করা হয় না। একসময় মহাষ্টমীর দিন দেবীর সন্ধীপুজোর সময় রাজ্যবাসীকে জানান দেওয়ার জন্য পুজো শুরু হওয়ার সময় রাজবাড়ির কামান দাগা হত এবং শেষেও দাগা হত কামান। কিন্তু সাম্প্রতিক কয়েক বছর আগে প্রশাসনের তরফ থেকে শব্দ বিধি জারি করার ফলে উঠে যায় এই কামান দাগার প্রথা।

এর পরিবর্তে চলে পটকা ফাটানো। পুজো আসলে আজও রাজবাড়ির দুর্গা মন্ডপে পড়ে রঙের প্রলেপ। নানা রঙে সেজে ওঠে আটচালার এই দুর্গা মন্ডপ। প্রায় দু’মাস ধরে চলে রাজবাড়ির দুর্গা প্রতিমা তৈরীর কাজও। হলুদ বর্ণের প্রতিমা সহ পটল চেরা চোখ ও টাকের গহনার সাজে আজও সেজে ওঠেন দেবী। রাজবাড়ির মৃৎশিল্পী গোপাল চন্দ্র ভূঁইয়া জানান,”আমি ৬০ বছর ধরে রাজবাড়ির প্রতিমা তৈরি করে আসছি। রাজবাড়িতে আগের সেই প্রাচীন নিয়ম কানুন মেনেই তৈরি করা হয় প্রতিমা।

এখানকার দেবীর গায়ের রঙ সমগ্র জেলায় একমাত্র এখানেই এই রঙ করা হয়।” অর্থাৎ আজও বলাই চলে প্রতিমার বিশেষত্ব ছাড়াও বহু নিয়ম কানুনই আজও মানা হয় মহিষাদল রাজ পরিবারের দুর্গাপুজোয়। দশমীতে প্রতিমা বিসর্জনের দিন আগে নৌকা করে প্রতিমা নিয়ে যাওয়া হতো রূপনারায়ণের মাঝনদীতে। আর সেখানেই হতো প্রতিমা বিসর্জনের কাজ। কিন্তু বর্তমানে রাজবাড়ির প্রাচীন পুকুরেই দেওয়া হয় দেবীর বিসর্জন। বিসর্জনের রীতির সঙ্গে সঙ্গে আজ রাজবাড়ীতে বদলেছে প্রাচীন সেই পর্দা প্রথাও। আগে পুজো জাঁকজমক করে হলেও রাজ পরিবারের মহিলা সদস্যারা থাকতেন পর্দার আড়ালে। কিন্তু এখন রাজ পরিবারের মহিলারা থাকেন পর্দার এপারেই।

রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ জানান,”পর্দাপ্রথা আমাদের রাজ পরিবারের প্রাচীন এক ঐতিহ্য। আগে রাজ পরিবারের সমস্ত অনুষ্ঠানে মহিলারা থাকতেন পর্দার আড়ালে। কিন্তু এখন সময়ের বদলের সাথে সাথে এই পর্দাপ্রথা আজ আর নেই।”

সবমিলিয়ে বলা চলে জেলা সহ রাজ‍্যের এক প্রাচীন পুজো মহিষাদল রাজবাড়ির এই দুর্গাপুজো। প্রতিপদ থেকে দশমী পর্যন্ত আজও মানা হয় বহু নিয়ম।

Latest News

Gautam Adani: ২০০০ কোটি টাকার দুর্নীতি, গৌতম আদানিকে গ্রেফতারের দাবি তুললেন রাহুল গান্ধী

গৌতম আদানিকে (Gautam Adani) নিয়ে বড় বয়ান দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।...

Ration Card Cancelled: প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিল, দেখে নিন তালিকায় আপনার নাম আছে কি না

ভারতে, দরিদ্র ও অভাবী মানুষদের জন্য সরকার রেশন কার্ড (Ration Card Cancelled) জারি করে।...

Adani Group Stocks: গৌতম আদানির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই শেয়ারে বড়সড় পতন

আগের সেশনে তীব্র পতনের পর, বৃহস্পতিবারের সেশনটি ইতিবাচকভাবে শুরু হয়েছিল ভারতীয় শেয়ার বাজার। সেশনের...

IND Vs AUS: ‘বিরাট কোহলি আমাদের নেতা’, সংবাদ সম্মেলনে বললেন ক্যাপ্টেন বুমরা

বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতকে (IND Vs AUS) নেতৃত্ব...

More like this

Suvendu on Beldanga: বেলডাঙার সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সোশ্যাল মিডিয়া‍য় পোস্ট শুভেন্দুর

গত শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক সংঘর্ষে ঘর বাড়ি ভাংচুর এবং আগুন, কার্ত্তিক পুজার...

Beldanga Communal Violence: বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষে আগুন, একাধিক বাড়ি ভাঙচুর, প্ররোচনায় পা না দেওয়ার আবেদন সুকান্ত মজুমদারের

মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রদায়িক হিংসায় (Beldanga Communal Violence )হিন্দুদের বেছে বেছে মারধর,বাড়িতে বাড়িতে...

Kasba TMC Councillor: তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর কসবায় হামলার চেষ্টায় আটক প্রধান অভিযুক্ত

কলকাতায় টিএমসি নেতার (KasbaTMC Councillor) উপর হামলার প্রধান অভিযুক্তকে পূর্ব বর্ধমান জেলায় আটক করেছে...