পল্লব হাজরা, বরানগর: টলিউডের নামি পরিচালকের নামে ফেসবুকে বন্ধুত্ব গড়ে টেলি অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল।
বরানগর বনহুগলির বাসিন্দা টেলি অভিনেত্রী পায়েল সরকারের অভিযোগ , শনিবার দুপুর ১ টা নাগাদ তাঁর ফেসবুক প্রোফাইলে বিখ্যাত চিত্র পরিচালক রবি কিনাগি’র নাম করে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে । সেটা অভিনেত্রী অ্যাকসেপ্ট করতেই মেসেঞ্জারে তখন বলা হয় ওনার পরের ছবিতে অভিনেত্রী পায়েল’কে নায়িকার চরিত্রে ভাবা হচ্ছে এবং বলা হয়, ওনার সঙ্গে সময় কাটাতে হবে পায়েলের। এরপর অভিনেত্রী বিস্তারিত জানতে চাইলে সরাসরি ওনার সঙ্গে রাত কাটাতে হবে বলে জানান। এরপরই স্ক্রিনশট শট তুলে তার নিজের প্রোফাইলে শেয়ার করেন।
পরবর্তীতে অভিনেত্রী দাবী করেন, ওই প্রোফাইলটা ভাল করে খতিয়ে দেখতেই বুঝতে পারেন , পরিচালকের ছবি দিয়ে করা ওই অ্যাকাউন্টটি ভুয়ো। এরপর অভিনেত্রী স্ক্রিনশট সহ লালবাজারের সাইবার সেলে অভিযোগ জানান। তবে যেহেতু অভিনেত্রীর বাড়ি বরানগর সেই কারণে লালবাজার থেকে বলা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ জানাতে ।সেইমত তিনি অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা।