৯৪ বছরের পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের সংস্কারের উদ্যোগ নিয়েছে রেল (Train service)। এই গুরুত্বপূর্ণ ব্রিজটি পুনর্গঠনের জন্য শিয়ালদহ-ডানকুনি শাখায় টানা ১০০ ঘণ্টা রেল পরিষেবা (Train service) বন্ধ থাকবে। কাজ শুরু হবে ২৩ জানুয়ারি, চলবে ২৭ জানুয়ারির ভোর চারটে পর্যন্ত ((Train service))। এতে (Train service)) নিত্যযাত্রীদের জন্য বড়সড় ভোগান্তি তৈরি হতে পারে।
বন্ধ থাকবে কোন পরিষেবা?
- ২০ জোড়া লোকাল ট্রেন বন্ধ থাকবে।
- ৬ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল,
এর মধ্যে রয়েছে:
- কলকাতা-পাটনা গরিব রথ
- তেভাগা এক্সপ্রেস
- শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস
- ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস
- শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস
- শিয়ালদহ-ইন্টারসিটি এক্সপ্রেস
ঘুরপথে চলবে ট্রেন:
রাজধানী ও দুরন্ত এক্সপ্রেস-সহ ১৬ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন নৈহাটি হয়ে ঘুরপথে চলাচল করবে। তবে হাওড়া কর্ড এবং মেন শাখার যাত্রীরা সরাসরি শিয়ালদহে পৌঁছাতে পারবেন না। তাঁদের হাওড়া বা নৈহাটি হয়ে যাতায়াত করতে হবে।
ব্রিজ সংস্কারের কারণ ও লক্ষ্য
এই ব্রিজটি নির্মিত হয়েছিল ১৯৩১ সালে। ব্রিটিশ আমলের স্টিল গার্ডার সরিয়ে আধুনিক প্রযুক্তিতে এটি পুনর্নির্মাণ করা হবে। ব্রিজটিকে ‘রিইনফোর্সড কংক্রিট ব্রিজ’-এ রূপান্তরিত করা হবে। এর ফলে
- নিরাপত্তা বাড়বে।
- ট্রেনের গতি বৃদ্ধি পাবে।
- পাশের সড়কপথে আর ঝাঁকুনি হবে না।
চরম ভোগান্তির সম্ভাবনা
রেলের এই ১০০ ঘণ্টার মেগা ব্লকে চরম সমস্যার মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা। বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কপথ ব্যবহার করতে হবে, যা সময়সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ হতে পারে।
রেল কর্তৃপক্ষের বার্তা
রেলের সিনিয়র ডিওএম পঙ্কজ যাদব জানিয়েছেন, এই সংস্কার কাজের মাধ্যমে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও যাত্রীস্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে। তবে যাত্রীদের এই সাময়িক অসুবিধা মেনে নিতে অনুরোধ করা হয়েছে। যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাত্রাপথের পরিকল্পনা আগে থেকেই করে নেওয়ার জন্য।