স্বাধীনোত্তর ভারতে পুঁজিবাদ ও সমাজবাদের অসম্পূর্ণ চিন্তা-চেতনার বিপরীতে দাঁড়িয়ে ভারতীয় ভূখণ্ডের জন্য উপযোগী একাত্ম মানববাদকে প্রণয়ন করেছিলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজ তাঁর জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিপুরার (Tripura) তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হল শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা,ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ অনির্বাণ গাঙ্গুলি সহ অন্যান্য আধিকারিক এবং বিশিষ্টজনেরা।
পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনীর উপর ডঃ অনির্বাণ গাঙ্গুলির তথ্য ভিত্তিক আলোচনা সকলকে মুগ্ধ ও অনুপ্রাণিত করে। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে সস্ত্রীক ডঃ অনির্বাণ গাঙ্গুলি ও তাঁর স্ত্রী অনুত্তমা মজুমদারকে বিশেষ সম্মানজ্ঞাপন করেন ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
অনুষ্ঠান শেষে ত্রিপুরা (Tripura) বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার সরকারি আবাসনে গিয়ে দেখা করেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিজেপির জাতীয় কার্যকারী সমিতি(NEC) ও পশ্চিমবঙ্গ প্রদেশ কোর কমিটির সদস্য ডঃ অনির্বাণ গাঙ্গুলি ও তাঁর স্ত্রী অনুত্তমা মজুমদার। সেখানে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সময় কাটান সস্ত্রীক অনির্বাণ গাঙ্গুলি। সেখানে বিভিন্ন বিষয়ে নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে। তবে একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।