Thursday, October 31, 2024
Homeবাংলাদেশবাঙালীর মুক্তির সংগ্রামের ইতিহাসে একুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : হাসিনা

বাঙালীর মুক্তির সংগ্রামের ইতিহাসে একুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : হাসিনা

Published on

   একুশে পদক পেলেন ২১বিশিষ্টজন

আবু আলী, ঢাকাঃ অমর একুশে ফ্রেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশ বরেণ্য ব্যক্তিত্বদের দেশের দ্বিতীয় বৃহৎ সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ২০ ফেব্রুয়ারি সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক রাজধানীর ওসামানী স্মৃৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ২১ জন বিজয়ীর হাতে এ পদক তুলে দেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন বিশিষ্ট নাগরিককে এবার একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার প্রাপ্তদের অনুষ্ঠানে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী এই পুরস্কার কোন ব্যক্তি বিশেষের জন্য নয় সমগ্র জাতির জন্যই সম্মাননা হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, ‘বাঙালির মুক্তির সংগ্রামের ইতিহাসে একুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ শেখ হাসিনা বলেন, একুশের পথ বেয়েই আমাদের রক্তস্নাত স্বাধীনতা থেকে শুরু করে সকল অর্জন।

এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা ও অর্থনীতিতে একজন করে মোট ২১ জনকে একুশে পদক প্রদান করা হয়। ভাষা আন্দোলনে অবদানের জন্য এবার মরণোত্তর একুশে পদক পেয়েছেন- মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক, অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ। শিল্পকলায় পদক পেয়েছেন- কণ্ঠশিল্পী পাপিয়া সারোয়ার, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দোপাধ্যয় (আবৃত্তি), ও পাভেল রহমান (আলোকচিত্র)। মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) পদক পেয়েছেন।

সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা, শিক্ষায় বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মীর্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ পদক পেয়েছেন। বিজয়ীরা নিজ নিজ পদক প্রহণ করেন এবং মরণোত্তর পদক বিজয়ীদের পক্ষে তাঁদের পুত্র-কন্যা এবং পরিবারের সদস্যরা পদক প্রহণ করেন। মরহুম জননেতা শামসুল হকের পক্ষে তাঁর পুত্র গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্র্রী শরীফ আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) এর পক্ষে তাঁর পুত্র পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার পুরস্কার গ্রহণ করেন।

অন্যদিকে গোলাম মুরশিদের পুরস্কার গ্রহণ করেন তাঁর এক ছাত্র। পুরস্কার হিসেবে স্বর্ণ পদক, সনদপত্র এবং নগদ অর্থের চেক প্রদান করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পদক বিজয়ীদের সাইটেশন পাঠ করেন এবং পুরস্কার বিতরণ পর্বটি সঞ্চালনা করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো.বদরুল আরেফীন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংসদ সদস্যবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, দেশ বরেণ্য ব্যক্তিত্ব, কবি, সহিত্যিক,লেখকসহ বুদ্ধিজীবী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Latest articles

Kali Puja: সূর্যের আলো দেখেন না! দিনে প্রতিমা তৈরি করেই রাতে বিসর্জন হয় এই কালী পুজোয়

পুজো (Kali Puja) মানে আচার অনুষ্ঠান। পুজো মানেই একেক জায়গার একেক রকম নীতি। কিছু...

Kali Puja: শোল পোড়া মাছ না হলে সন্তুষ্ট নন! মা কালীর পুজো ইতিহাস আপনাকে চমকে দেবে

এক একটা পুজোর (Kali Puja) সঙ্গে এক একটা গল্পকথা, এক এক ধরনের নিয়ম জুড়ে...

Fire Breaks Out: মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা

কয়েক বছর আগে মধ্যমগ্রামের গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের (Fire Breaks Out) ঘটনা মনে পড়লে এখনও...

Junior Doctors Protest: চাপ বাড়ছে সিবিআইয়ের ওপর! সাত দফা প্রশ্ন নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান জুনিয়র চিকিৎসকদের

সিবিআই আরজি করের (Junior Doctors Protest) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ইতিমধ্যে শিয়ালদহ...

More like this

Kali Puja: সূর্যের আলো দেখেন না! দিনে প্রতিমা তৈরি করেই রাতে বিসর্জন হয় এই কালী পুজোয়

পুজো (Kali Puja) মানে আচার অনুষ্ঠান। পুজো মানেই একেক জায়গার একেক রকম নীতি। কিছু...

Kali Puja: শোল পোড়া মাছ না হলে সন্তুষ্ট নন! মা কালীর পুজো ইতিহাস আপনাকে চমকে দেবে

এক একটা পুজোর (Kali Puja) সঙ্গে এক একটা গল্পকথা, এক এক ধরনের নিয়ম জুড়ে...

Fire Breaks Out: মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা

কয়েক বছর আগে মধ্যমগ্রামের গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের (Fire Breaks Out) ঘটনা মনে পড়লে এখনও...