অনন্ত আম্বানি (Ananta Ambani) এবং রাধিকা মার্চেন্টের( Radhika Merchent) বিবাহ অনুষ্ঠানে(wedding) ভয়ানক কাণ্ড। দুই যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। আটক করা হয়েছে দু’জনকে। এএনআই সূত্রে খবর, বিয়ের আমন্ত্রণ ছাড়াই অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন সেই দুই যুবক।
সংবাদ সংস্থা জানিয়েছে, একজনের নাম, ভেঙ্কটেশ নারাসাইয়া আলুরি। বয়স ২৬ বছর। তিনি ইউটিউবার বলে পরিচয় দিয়েছেন। অন্যজন লুকমান মোহাম্মদ শফি শেখ। বয়স ২৮ বছর। নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। <span;>পুলিশের তরফে জানানো হয়েছে, ভেঙ্কটেশ নারাসাইয়া (২৬) ও মহম্মদ সাফি শেখ (২৮) নামক দুই যুবককে গ্রেফতার করা হয়েছে অনন্ত-রাধিকার বিয়েতে বিনা অনুমতিতে ঢোকার চেষ্টার অভিযোগে। ভেঙ্কটেশ নামক ওই যুবক নিজেকে ইউটিউবার হিসাবে পরিচয় দিয়েছে। অপর যুবক নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেছে।
জানা গিয়েছে, ওই দুই য়ুবক শুধুমাত্র অম্বানীদের বিয়ের অনুষ্ঠান দেখবে বলেই অন্ধ্র প্রদেশ থেকে মুম্বই আসে। রবিবার তারা জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করে। তবে তাদের আচরণ দেখে সন্দেহ হতেই নিরাপত্তারক্ষীরা আটকায় এবং পুলিশের হাতো তুলে দেয়। অভিযুক্তদের বিকেসি পুলিশ স্টেশনে আনা হয়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে। পরে আইনি নোটিস দিয়ে ওই দুই যুবককে ছেড়ে দেওয়া হয়।