নিজস্ব প্রতিনিধি, কামারহাটি: সকাল গড়িয়ে বেলা পরতেই জোরাল শব্দে কেঁপে উঠল কামারহাটি মসজিদ পাড়া এলাকা। শব্দ শুনে স্থানীয়রা বোমা বিস্ফোরণ হয়েছে মনে করলেও বাড়ি থেকে রাস্তায় আসতেই ভুল ভাঙে তাদের। রাস্তার ধারে থাকা একটি অবৈধ গ্যাস রিফিলিংয়ের দোকানে বিস্ফোরণটি ঘটে। ভয়াবহ বিস্ফোরণে দোকানটি ভেঙ্গে পড়ে। ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন দুই কর্মী। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কামারহাটি মসজিদ পাড়ায় রাস্তার ধারে ছোট ছোট সিলিন্ডারে গ্যাস ভরার কাজ চলছিল। হঠাৎই বিস্ফোরণ ঘটে দোকানটি ভেঙ্গে পড়ে। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গোঙাচ্ছেন দুই ব্যক্তি। সাথেসাথে আহতদের উদ্ধার করে স্থানীয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকেরা দ্রুত চিকিত্সা শুরু করেন।
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ , কামারহাটির বেশ কিছু অঞ্চলে অবৈধ কাটা গ্যাস রিফিলিংয়ের দোকান আছে যেখানে সিএনজি দ্বারা চালিত অটোচালকদের সিংহভাগই তাঁদের টাকা সাশ্রয়ের জন্য অবৈধ কাটা গ্যাস সেন্টারে অটো রিক্সার জ্বালানি ভরেন। গ্যাস রিফিলিং পাম্পিং সেন্টারে বাড়তি খরচ থেকে রেহাই পেতেই অটোচালকরা কাটাই গ্যাসের পথে পা বাড়ায়। ডোমেস্টিক্যাল সিলিন্ডার থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে গ্যাস ভরা হয় অটোতে। মঙ্গলবার সেই রকমই কাজ চলছিল কামারহাটির মসজিদ পাড়ায় এবং আচমকাই সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফেটে যায়। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া ও খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়।