দু’পয়সা”র পর এবার “মাফিয়া”!
আবারও সংবাদ মাধ্যমকে আক্রমণ। কৃষ্ণনগরের তৃণমূলের সংসদ মহুয়া মৈত্রের পর এবার দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ সদস্য তৃণমূল কংগ্রেসের জহর বন্দ্যোপাধ্যায় রবিবার একটি জনসভাতে সংবাদমাধ্যমকে ‘মাফিয়া’ বলে মন্তব্য করলেন। এদিনের সভায় তিনি লোহা এবং কয়লা মাফিয়ার পাশাপাশি সংবাদমাধ্যমকে মাফিয়া বলে কটাক্ষ করলেন।
জহর বন্দ্যোপাধ্যায়ের এই রূপ মন্তব্যের পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন। যদি অবিলম্বে জহর বাবু প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে সাংসদ মহুয়া মৈত্রর মত তাঁকে ও বয়কট করার দাবি জানিয়েছেন ওই সংগঠনের পক্ষ থেকে সম্পাদক সুব্রত রায়।










