খবর এইসময়,নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে দাপট দেখিয়ে ক্রমশ বিধ্বংসী হয়ে ওঠা করোনা ভাইরাস রুখতে গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনতার উদ্দেশে ভাষণে লকডাউন চালুর কথা ঘোষণা করেন। ১৪ এপ্রিল পর্যন্ত প্রাথমিকভাবে লকডাউন জারি করার ঘোষণা হলেও পরে তা আরও বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘরে থাকার নিদান দিয়েছেন।ফলে গৃহবন্দী হয়ে রয়েছে মানুষজন। এই বন্দীদশায় একাকীত্ব কাটাতে অভিনেতা, অভিনেত্রী থেকে বিভিন্ন মহলের শিল্পীরা তাঁদের নিজস্ব সোশ্যাল মিডিয়ায় ভক্তকুলেদের উদ্দেশ্যে বিভিন্ন প্রক্রিয়া চালু রেখেছেন। কেউ গান শোনাচ্ছেন তো কেউ রান্না করে দেখাচ্ছেন।কেউ আবার তাঁদের ভক্তদের ঘরে বসে যোগাভ্যাস করার বার্তা দিচ্ছেন।
এই রকমই এদিন দেখা গেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরকার-গায়ক অনুপম রায় তাঁর ইনস্টাগ্রাম পেজে এই প্রথমবার তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীকে সাথে নিয়ে গান গাইলেন “মাটির রং।” তিনি লিখেছেন ”দীর্ঘদিন গৃহবন্দি (Lockdown) দুটি মানুষের এক সঙ্গে গান করার ইচ্ছে। এই চার দেওয়ালেই খুঁজে নিচ্ছি মুক্তির স্বাদ। সুস্থ হয়ে উঠুক প্রকৃতি, আমরা আবার সুস্থ জীবনে ফিরব, এই আশা নিয়ে গাইতে থাকি- ‘মাটির রং’।” আর তারপরেই জন্ম নিল যেন ঝিনুকের বুকে মুক্তো! অনুপমের কথায়, সুরে গেয়ে উঠলেন পিয়া (Piya Chakraborty), ‘মায়ের শাড়ি রেলিংয়ে থেকে ঝোলে….’
‘মাটির রং’-এ মূলত গ্রাম বাংলার ছবি সুরে, কথায় ফুটিয়ে তুলেছেন অনুপম। চেনা ভঙ্গিতে গিটার হাতে তাঁর সঙ্গে পিয়ার যুগলবন্দি ইতিমধ্যেই শুনে ফেলেছেন কয়েক হাজার নেটিজেন। প্রত্যেকেই রায় দম্পতির প্রশংসায় পঞ্চমুখ। লকডাউনের পজিটিভ দিক হিসেবে নিয়েছেন সবাই অনুপম-পিয়ার গানকে।