শ্রীক্ষেত্রে রবিবার সাতসকালে একেবারে ব্যতিক্রম চিত্র। ভোর ৪টে ১০ মিনিটে মন্দির চত্বরে দেখা মিলল এক রহস্যময় ড্রোন (Unknown Drone Flew Over Puri)। প্রত্যক্ষদর্শীদের দাবি মন্দিরের আকাশ পথে প্রায় ৩০ মিনিট চক্কর কাটার পর তা উধাও হয়ে যায়। তড়িঘড়ি মন্দির কর্তৃপক্ষ খবর দেয়া হয় পুলিশকে।মন্দিরে চত্বরে ড্রোন নিষিদ্ধ। এমনকি মন্দিরের অন্দরে ছবি তোলার (Unknown Drone Flew Over Puri) নেই কোন অনুমতি। মন্দিরের আইনভেঙে কে বা কারা এই কাজ করলো তা খতিয়ে দেখে রহস্যের জট খোলার আশ্বাস দেয় পুলিশ।
ওড়িশার আইন মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান মন্দির চত্বরে ড্রোন (Unknown Drone Flew Over Puri) কঠোর ভাবে নিষিদ্ধ। যারা এ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে । ইতিমধ্যেই পুরীর পুলিশ সুপারকে দেওয়া হয়েছে তদন্তের ভার। তবে ভ্লগারা এই রহস্যের পিছনে জড়িয়ে থাকতে পারে বলে অনুমান মন্ত্রীর। যদিও নাশকতার বিষয়টিও একেবারে উড়িয়ে দিচ্ছেন না।