করুণাময়ীতে আপার প্রাইমারির (Upper Primary) চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভের সময় (Upper Primary) প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া শুরুর ডেডলাইন ছিল কলকাতা হাইকোর্টের। ২৫ সেপ্টেম্বরই প্যানেল প্রকাশ করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল (Upper Primary) স্কুল সার্ভিস কমিশন।
গত ২৮ আগস্ট আদালতের তরফে (Upper Primary) চার সপ্তাহের একটি ডেট লাইন স্থির করা হয়। সেই নির্দেশকে সামনে রেখে ২৩ তারিখে (Upper Primary) সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, ২৫ তারিখ অর্থাৎ বুধবার প্যানেল প্রকাশিত হবে। প্রায় এক দশকের মাথায় চাকরি পেতে চলেছেন উচ্চ প্রাথমিক প্রার্থীরা। ২০১৬ সালে প্রথম এসএলএসটি হয়েছিল। এখনও যোগ্য চাকরি পায়নি। অন্যদিকে, আদালতের নির্দেশের পরেও কেন প্যানেল প্রকাশ করা হচ্ছে না, সেই নিয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।
সোমবার এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। গার্ডরেল পার করে চাকরিপ্রার্থীরা এসএসসি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের বচসাও হয়। চাকরি প্রার্থীদের একটা বড় অংশ এপিসি ভবনের কাছাকাছি চলে যান। যে ব্যারিকেড ছিল, তা কার্যত ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে যান চাকরিপ্রার্থীরা। চাকরি প্রার্থীদের সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। কারণ কোনও নির্দিষ্ট দিক থেকে এসএসসি ভবনের দিকে যান না। তাঁর বিভিন্ন দিক থেকে এসএসসি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। ১০ বছর ধরে আন্দোলনকারীরা চাকরির জন্য লড়াই করছেন। কিন্তু এতদিনে তাঁরা প্রতিশ্রুতির বাইরে কিছু পাননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা আজকেই কাউন্সেলিং চাই, নিয়োগ চাই। ১০ বছর ধরে আন্দোলন করছি আমরা। কোর্ট নির্দেশ দিয়েছে। চার সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশের কথা ছিল। কোনও প্যানেল এখনও ঘোষণা হল না।” চাকরিপ্রার্থীদের দাবি, ডিভিশন বেঞ্চের নির্দেশ আছে ২৮ অক্টোবরের মধ্যে অর্থাৎ লক্ষ্মীপুজো-কালীপুজোর মাঝে দ্বিতীয় ও তৃতীয় কাউন্সেলিং শেষ করতে হবে।