খবর এইসময় ডেস্কঃ মাঝ আকাশে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন এক যুবক। ঘটনার জেরে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে সব মহলে। অভিযোগ গত ২৬শে নভেম্বর এয়ার ইন্ডিয়া বিমানে নিউইয়র্ক থেকে দিল্লী ফিরছিলেন ৭০ বছর বয়সি এক বৃদ্ধা। বিমানে বিজনেস ক্লাসে মাঝরাতে হঠাৎই বৃদ্ধার কম্বলে প্রস্রাব করে বসেন শংকর মিশ্র নামে এক যুবক। যুবকের এহেন আচরণে বিমান কর্মীদের কাছে অভিযোগ করলে তেমন ফল পাননি বলে অভিযোগ। পরবর্তী সময়ে থানায় অভিযুক্ত শংকর মিশ্রের বিরুদ্ধে বৃদ্ধা লিখিত ভাবে অভিযোগ জানান।
ঘটনায় অভিযুক্ত গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি। ফোন বন্ধ থাকলেও ক্রেডিট ও ডেভিড কার্ড ব্যবহারের সূত্র ধরে শনিবার ব্যাঙ্গালুরু থেকে শংকর মিশ্রকে গ্রেফতার করে দিল্লী পুলিশের বিশেষ দল। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন শংকর। ঘটনার জেরে বরখাস্ত করা হয় এই অভিযুক্তকে।
অপরদিকে অভিযুক্তর বাবা শ্যাম মিশ্র দাবি করেন , কিছু পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সত্ত্বেও অবস্থান থেকে সরছেন না বৃদ্ধা । হতে পারে বিশেষ কিছু সুবিধা না পাওয়ায় এই ধরনের ব্ল্যাকমেইল করছেন বৃদ্ধা।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ৩০দিনের বিমানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শংকরের উপর। বিমান কর্মীদের কোনো গা ফিলতি ছিল কিনা তা অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত চালাচ্ছে এয়ার ইন্ডিয়া কতৃপক্ষ।
ইতিমধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৯, ৫১০, ২৩ ধারা মামলা রুজু করে তদন্তে নেমেছে দিল্লী পুলিশ।