US-Pak Closeness: পাকিস্তানে লাদেন হত্যা প্রসঙ্গ তুলে পাকিস্তানকে আমেরিকার ঘনিষ্ঠতা নিয়ে খোঁচা দিলেন জয়শঙ্কর

নয়াদিল্লি: পাকিস্তান এবং আমেরিকার সাম্প্রতিক কূটনৈতিক ঘনিষ্ঠতাকে কটাক্ষ করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন, ওয়াশিংটনের ‘অতীত উপেক্ষা করার ইতিহাস’ রয়েছে। শনিবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে নাম না-করে আমেরিকাকে খোঁচা দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, একসময় এই মার্কিন বাহিনীই জঙ্গি নেতা ওসামা বিন লাদেনকে হত্যা (US-Pak Closeness) করতে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়েছিল।

‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক সংঘর্ষের পর থেকে ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভারত বারংবার সংঘর্ষবিরতিতে তৃতীয় দেশের হস্তক্ষেপ অস্বীকার করলেও, পাকিস্তান সংঘর্ষবিরতিতে ‘মধ্যস্থতার’ জন্য ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। এমনকি ট্রাম্পকে নোবেল শান্তি সম্মানের জন্য মনোনীত করার প্রস্তাবও দিয়েছে তারা।

পাকিস্তান এবং আমেরিকার এই সাম্প্রতিক সম্পর্কের (US-Pak Closeness)পরিপ্রেক্ষিতে জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওদের (আমেরিকা ও পাকিস্তানের) একটি ইতিহাস রয়েছে। সেই অতীতকে উপেক্ষা করারও ইতিহাস আছে ওদের। এই প্রথম বার আমরা এমন দেখছি, তা-ও নয়। এই সেনাবাহিনীই অ্যাবোটাবাদে গিয়েছিল। আপনারা জানেন, সেখানে কাকে পাওয়া গিয়েছিল।”

ভারত বরাবরই পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করে আসছে। সাম্প্রতিক বাণিজ্যিক চুক্তি এবং পাক সেনাপ্রধানের আমেরিকা সফরের পর যখন দু’দেশের ঘনিষ্ঠতা বাড়ছে, তখন ভারতের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ২০১১ সালে লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে হত্যা করেছিল মার্কিন নেভি সিল। জয়শঙ্কর সেই ঘটনাই আবার স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তানকে বার্তা দিলেন যে, ভারত অতীত ভুলে যায়নি।