নিজস্ব প্রতিনিধি, মালদহঃ প্রায় পাঁচ মাস হতে চললো এখনও বৃষ্টির জলে জলমগ্ন মালদা শহরের বেশ কয়েকটি ওয়ার্ড। ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর থেকে ২৯ নম্বর সহ একাধিক ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় এখনও হাঁটু জল।
তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী, নেতাজী কলোনি, ২৯ নম্বর ওয়ার্ডের বাবুজি কলোনি, কৃষ্ণ পার্ক সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের এখন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। বৃষ্টির জল এবং উপচে পড়া ডেনের জলে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। উপদ্রব দেখা দিয়েছে সাপ পোকা মাকড়ের। এই অবস্থায় সমস্যায় পড়েছেন শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দা।











