বাজারে শাক-সবজির দাম (Price Hike) আকাশ ছোঁওয়া। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠক করেছিলেন (Price Hike) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন (Price Hike)। বৈঠকের পরের দিনই অর্থাৎ শুক্রবার সকাল থেকেই কলকাতার উত্তর–দক্ষিণের একাধিক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের অফিসাররা v। শুক্রবার দুপুরেই টাস্ক ফোর্সের অফিসারদের সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
টাস্ক ফোর্সের নজরদারি থাকা সত্ত্বেও কেমন করে ফড়েদের বাড়বাড়ন্ত হয় তা নিয়ে নবান্ন থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে সল্টলেক সহ কলকাতার একাধিক সবজি বাজারে টাস্ক ফোর্সের অফিসারদের দেখতে পাওয়া যায়। বেশি দাম নেওয়ার জন্য সবজি ব্যবসায়ীদের ধমক খেতে হয় টাস্ক ফোর্সের অফিসারদের কাছ থেকে।এছাড়া টাস্ক ফোর্সের অফিসাররা পর পর সবজি বাজারের দোকানগুলোতে যান। কোন সবজির কত দাম, তা তাঁরা নিজেদের ডাইরিতে লিখে রাখেন। অভিযোগ ওঠে, যতক্ষণ সবজি বাজারে টাস্ক ফোর্সের অফিসাররা ছিলেন, বিক্রেতারা কম দাম নিচ্ছিলেন। কিন্তু অফিসাররা চলে যাওয়ার পরেই বিক্রেতা আবার সবজির দাম বাড়িয়ে দেন।
সল্টলেকের বিডি ব্লকের সবজি বাজার ছাড়াও কলকাতার একাধিক সবজি বাজার টাস্ক ফোর্সের অফিসাররা ঘুরে দেখেন। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কিনা তা খোঁজ নেন। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশ এসে পদক্ষেপ করতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন রবীন্দ্রনাথ কোলে। তবে টাস্ক ফোর্সের আচমকা সবজি বাজারের সফরে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। তাঁরা ইতিমধ্যে স্থানীয় থানায় সব কিছু জানিয়ে রেখেছেন বলে টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে। টাস্র ফোর্সের আধিকারিকরা জানিয়েছে, আলুর দাম বর্তমানে কিছুটা কমেছে। পেঁয়াজের দাম তিন থেকে চার দিনের মধ্যে কমে যাবে বলে টাস্ক ফোর্সের আধিকারিকরা জানিয়েছেন।
বৃহস্পতিবার নবান্নে বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি এক পয়সাও নিই না। তাহলে অন্যরা নিলে ছাড় পাবে কেন? আমার টাকার দরকার নেই। আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব।’