খবর এইসময়, বারাকপুরঃ বারাকপুর শিল্পাঞ্চলের বিজেপির দাপুটে যুব নেতা মণীশ শুক্লাকে টিটাগড়ে ভরসন্ধ্যায় গুলি করে হত্যা করেছে দুষ্কৃতিরা। এই ঘটনায় তৃণমূল ও রাজ্য পুলিশের মিলিত ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং, কৈলাশ বিজয়বর্গীয়র মতো প্রথম সারির বিজেপি নেতারা ।
সোমবার পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে মণীশ শুক্লাকে হত্যা ও হত্যার চেষ্টায় অভিযুক্ত বলা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে করা ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, খুন ব্যক্তিগত শত্রুতার কারণেও হয়ে থাকতে পারে। তদন্ত করছে পুলিশ৷
সোমবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পশ্চিমবঙ্গের পুলিশের পক্ষ থেকে লেখা হয়, ‘গত সন্ধ্যায় ব্যারাকপুরের টিটাগড় এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ অপরাধের তদন্ত করছে এবং ব্যক্তিগত শত্রুতা সহ সম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখছে কারণ মৃতব্যক্তি কয়েকটি হত্যা ও হত্যার চেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন।’
এরপর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ওই পোস্টেরই শেষে লেখা হয়েছে,
‘যথাযথ তদন্ত ছাড়াই কোন সিদ্ধান্তে উপনীত হবেন না। সোশ্যাল মিডিয়াতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার অর্থ তদন্তে হস্তক্ষেপ করা। দয়া করে এ থেকে বিরত থাকুন।’ বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষকে এই খুনের ঘটনা নিয়ে আলোচনা করতে একপ্রকার বারণ করছে পশ্চিমবঙ্গ পুলিশে এই পোস্টের মাধ্যমে।
পশ্চিমবঙ্গ পুলিশের এই রকম পোস্ট নিয়ে বঙ্গ-বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘পুলিশ শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। আমরা প্রথম থেকেই বলছি এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ জড়িয়ে আছে। ওদের ফেসবুক পোস্ট সেটা প্রমাণ করল৷ আমরা ক্ষমতায় এলে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে তদন্ত করাবো। ‘