বিদ্যা বালানের সঙ্গে বাংলার গভীর যোগ বার বার প্রমাণিত হয়েছে। কেরিয়ার শুরুর দিকে তাঁর সঙ্গে বাংলার যোগ ছিল (RG Kar)। তা বাংলায় কথা বলা হোক বা বাঙালি চরিত্রে। তিনি দাবি করেন, যতবার বাংলায় তিনি এসেছেন ততবার পরিবারের মতো আপ্যায়ন পেয়েছেন। ‘ভুল ভুলাইয়া থ্রি’-র প্রচারে কলকাতায় পা রাখেন। সেখানেই তাঁকে আরজি কর কাণ্ড (RG Kar) নিয়ে প্রশ্ন করা হয়। গত দুই মাসের বেশি সময় ধরে আরজি কর কাণ্ডের (RG Kar) প্রতিবাদ চলছে। বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা।
আরজি কর ইস্যুতে অভিনেত্রী বিদ্যা বালান বলেন, “আমার খুব ধাক্কা লেগেছিল। আমার কেরিয়ারের শুরু থেকেই এই শহর জড়িয়ে রয়েছে। কলকাতা প্রতিবাদের শহর। মায়ের শহরে এই রকম একটা ঘটনা কী ভাবে হয়ে গেল বুঝতে পারলাম না।” বিদ্যা বালানের এই মন্তব্যের প্রেক্ষিতে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে সিপিএম নেতা তথা অভিনেতা দেবদূত ঘোষ বলেন, “মেয়েরা পুজো করছেন, অনুষ্ঠান করছেন। তাতে সকলের সমর্থনই ছিল। বিদ্যা এখানে থাকেন না। আর বাইরের মানুষ এই শহরটাকে ধর্মীয় শহর, মায়ের শহর, সংস্কৃতির শহর বলেই চেনেন। তাই তিনি বলেছেন। যার যথাযত মানেও রয়েছে। এটা মায়ের শহর। ভেবে দেখলে বিদ্যার কথার গভীর মানে রয়েছে।”
অন্যদিকে, একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওযার সময় বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ বিদ্যা বালানের ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন, বিদ্যা বালানের কেরিয়ার শুরু কলকাতা থেকে। তিনি কলকাতা আচার, রীতি সব ভালো করে জানেন। তিনি সমাজ সম্পর্কে অত্যন্ত সচেতন। যাঁরাই বাইরে থাকে কিন্তু বাংলায় টান অনুভব করেন, তাঁদেরকেই এই খবর বিচলিত করেছে। সেই প্রমাণ আমি বহুবার পেয়েছি। গোটা বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে। বিদ্যা বালানও ঘটনার প্রতিবাদ করছেন। বাইরে কাজ করতে গেলে কলকাতা সম্পর্কে যখন কেউ জিজ্ঞাসা করে, তখন খুব লজ্জা লাগে।