নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লকডাউনের জেরে অনলাইনেই মুক্তি পাচ্ছে বিদ্যা বালান অভিনীত ‘শকুন্তলা দেবী’। আর সেই ছবি রিলিজের সময় জানালেন খোদ বিদ্যা বালান। তবে অভিনব কায়দায়।
শকুন্তলা দেবীকে মানব কম্পিউটার বলা হয়। আর সেই শকুন্তলা দেবীর ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান। তাই খানিকটা শকুন্তলা দেবীর পন্থাতেই ছবি রিলিজের সময় জানালেন বিদ্যা।
আমাজন প্রাইমের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করে ছবির রিলিজ তারিখ জানানো হয়েছে। বিদ্যা বালান নিজে সেই ভিডিও টুইট করেছেন।
Experience the story of an extraordinary mind! #ShakuntalaDeviOnPrime premieres July 31, on @PrimeVideoIN @sanyamalhotra07 @TheAmitSadh @jisshusengupta @anumenon1805@sonypicsprodns @vikramix @Abundantia_Ent@ShikhaaSharma03 pic.twitter.com/kdi6os0gop
— vidya balan (@vidya_balan) July 2, 2020
ভিডিও-তে বিভিন্ন রকম গণিতের সমাধানের কথা বলেছেন বিদ্যা। এমন কিছু অঙ্ক যা মুহূর্তে সমাধান করা দুঃসহ ব্যাপার। ওই অঙ্কের মধ্যেই লুকিয়ে ‘শকুন্তলা দেবী’ ছবির মুক্তির দিন। ভিডিওয় বিদ্যা বালান জিজ্ঞাসা করেছেন, (431 x 102 + 98421 – 1487 x 46) x 3780 ÷ 9 কত হয়? এর উত্তরও তিনি নিজেই দিয়েছেন, 31072020। মানে ৩১ জুলাই ২০২০-তে মুক্তি পাবে মানব কম্পিউটর শকুন্তলা দেবীর বায়োপিক।
উল্লেখ্য, শকুন্তলা দেবী সিনেমায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্তও। শকুন্তলা দেবীর স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু। শকুন্তলা দেবীর মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘দঙ্গল’ খ্যাত সানায়া মালহোত্রাকে। ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন। ২০১৫ সালে ‘ওয়েটিং’ ও ২০১৯-এর ‘ফোর মোর শটস প্লিজ’-এর প্রথম সিজন পরিচালনা করেছিলেন তিনি। পরিচালনার পাশাপাশি ‘শকুন্তলা দেবী’র চিত্রনাট্যও লিখেছেন অনু।
অন্যদিকে, করোনা আবহে সিনেমা হল বন্ধ থাকায় ‘শকুন্তলা দেবী’র পাশাপাশি অনলাইনে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’, রাজকুমার রাও অভিনীত ছবি ‘লুডো’, জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’, সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-সহ আরও বেশ কিছু ছবি। এর মধ্যে কিছু মুক্তি পাচ্ছে আমাজন প্রাইমে, কিছু নেটফ্লিক্সে, আবার কিছু হটস্টারে।