ত্রাণের জন্য টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, থালা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

সৌভিক সরকার, ব্যারাকপুরঃ ত্রান না পেয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করল গ্রামের শতাধিক মহিলা সহ গ্রামবাসীরা।ঘটনাটি বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছা এলাকার। আজ বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দরিদ্র সীমার নিচে থাকা ওই গ্রামের শতাধিক গ্রামবাসী মহিলারা হাসনাবাদ-মালঞ্চ রোডের উপর টায়ার জ্বালিয়ে, রাস্তায় বাঁশের ব‍্যারিকেড দিয়ে পোস্টার লাগিয়ে অবরোধ শুরু করে। তাদের দাবি তারা লকডাউনে দৈনন্দিন জীবনের রুজি-রোজগার হারিয়েছে । ছোট ছোট শিশুরা তাদের মা বাবার কাছে খাবার চাইছে, খিদের জ্বালায় কান্নাকাটি করছে অথচ মুখে খাবার তুলে দিতে পারছেন না।কোনও রকম ত্রাণ তারা পাচ্ছেন না।

এই অভিযোগের ভিত্তিতে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। পাশাপাশি ত্রাণ সুনিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানায়। এছাড়াও কেন্দ্রীয় সরকারের জনধন প্রকল্পের টাকা যাতে সবাই পায় সেটা সুনিশ্চিত করতে হবে বলে দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। পুলিশ দেখে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।পুলিশ জানায়, যাতে সমস্ত মানুষ ত্রাণ পায় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করার চিন্তা চলছে। অবশ্যই আপনাদের ব্যবস্থা করা হবে।এরপর ঘটনাস্থলে আসেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়ার কর্মাধ‍্যক্ষ ফিরোজ কামাল গাজী।তিনি গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে আশ্বাস দেন কেউ অভুক্ত থাকবেন না।আপনারা প্রত্যেকেই ত্রাণ পাবেন ধাপে ধাপে। আশ্বস্ত হয়ে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।