আপাতত বাংলায় আবহাওয়ার (weather Update) খানিকটা উন্নতির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও আগের থেকেও (weather Update) বৃষ্টি পাতের সম্ভাবনা কম। আর্দ্রতাজনিত (weather Update) অস্বস্তিতে থাকবে। তবে মহালয়ার পর থেকে আবহাওয়ার (weather Update) দ্রুত পরিবর্তন হবে বলে হাওয়া অফিসের তরফে খবর পাওয়া গিয়েছে। টানা বৃষ্টি থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের (weather Update) সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টিপাত (weather Update) কমবে বলেই জানা যাচ্ছে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শনিবার ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে পারে। বৃষ্টির সম্ভাবনাও কম থাকবে।
তবে উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে চিন্তার ভাঁজ ফেলেছে বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলকাকাগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের জেরে ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদ সীমার উপরে উঠতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। বৃষ্টির জন্য পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।
আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে। তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে।
দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে। ভারতের মৌসম ভবন জানিয়েছে, অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্টোবরের ১৫ তারিখের পর থেকে বৃষ্টি কমতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। একাধিক অঞ্চল থেকে জল নামতে শুরু করেছে।