মহালয়া হয়ে গেছে। সামনের সপ্তাহ থেকে পুজো শুরু হয়ে যাবে (Weather Update)। এই পরিস্থিতি পুজোর প্ল্যান করাও সাধারণ মানুষের শেষ পর্যায় (Weather Update)। কিন্তু আবহাওয়া দফতর প্রথম থেকেই জানিয়ে আসছেন পুজোতে বৃষ্টির(Weather Update) প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কি এবার পুজোর মজা বৃষ্টির জলের(Weather Update) সঙ্গেই ধুয়ে যেতে চলেছে? কী বলছে আবহাওয়া দফতর(Weather Update) ?
আবহাওয়া দফতর জানিয়েছে, শারদীয় উৎসবে বিঘ্ন ঘটাতে পারে পুজো। বাংলার একাধিক জায়গায় পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার জেরে বাংলায় নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। যার জেরে এবারের পুজো বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আগে থেকেই আবহাওয়া অফিসের সতর্কতা পুজো বৃষ্টির জেরে ভেস্তে যেতে পারে। এবার বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামীকাল সেই নিম্নচাপ পরিণত হবে বলে মনে করা হচ্ছে। যার জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের জেরে ধস নেমেছে। ঘটনায় এক বৃদ্ধ। শনিবার পর্যন্ত উত্তরে ভারী, অতি ভারী বৃষ্টির সতর্কতা। জারি হলুদ-কমলা সতর্কতা। পাহাড়ে আরও ধস নামার আশঙ্কা। এমনকী,ডুয়ার্সের নদীতে জলস্তর বাড়তে পারে।আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে।
এ দিকে, হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামিকাল সেটি শক্তি বাড়িয়ে কাল নিম্নচাপে পরিণত হবে। তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভিজতে পারে বলে জানা গিয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে।