পুজোর আগে বাংলা জুড়ে প্রাকৃতিক বিপর্যয় (Weather Update)। দক্ষিণঙ্গের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে (Weather Update) । কিছু কিছু জায়গায় জল নামতে শুরু করেছে। কিন্তু উত্তরবঙ্গে নতুন করে বন্যা পরিস্থিতি (Weather Update) দেখতে পাওয়া গিয়েছে। তিস্তার জল ফুলতে শুরু করেছে। একাধিক জায়গায় জল ঢুকতে শুরু করেছে (Weather Update) । এই নিয়ে দ্বিতীয়বার উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতির (Weather Update) মুখে পড়ছে। পার্বত্য অঞ্চলে ভয়াবহ ভূমি ধসের খবর পাওয়া গিয়েছে। পুজোর সময় উত্তরবঙ্গ সিকিম বাঙালিদের পর্যটনের ডেরা হয়ে ওঠে। কিন্তু পুজোর আগে পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
বিচ্ছিন্ন হয়ে গেছে সিকিমের লাইফলাইন এন এইচ ১০। অন্যদিকে বন্ধ হয়ে গেছে তিস্তা বাজার থেকে কালিম্পং অবধি যাওয়ার (Weather Update) রাস্তা। ধসের কবলে সিকিমের মঙ্গন, চুংথাং এলাকা। ক্ষতি হয়েছে দার্জিলিঙের বিজনবাড়ি এলাকাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই পরিস্থিতি কাটছে না। মহালয়া থেকে লক্ষীপুজো পর্যন্ত উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তর সিকিম ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন দ্রুততার সঙ্গে এন এইচ ১০ মেরামত করার কাজ চালিয়ে যাচ্ছে। তবে পুজোর আগে সিকিমের অন্যত্র যাওয়া সম্ভব হবে কি না, সেই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ভ্রমণ পিপাসু বাঙালিরা ঘুরপথে সিকিমের গ্যাঙ্গটকে পৌঁছাতে পারেন। সেখানে লাভা থেকে গ্যাংটক যেতে হবে। তবে কালিম্পংয়ের একাধিক জায়গা ভূমিধসের কবলে পড়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। টাকিমারি, মালবাজার, এবং জলপাইগুড়ি পুরসভার এক অংশে সতর্কতা জারি করা হয়েছে। ডুয়ার্সের নদী ও পাহাড়ি ঝর্নাতেও স্রোত বেড়েছে। তাই যে কোনও মুহূর্তে হড়পা বানের আশঙ্কা রয়ে গেছে। ফলে ডুয়ার্সে পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সাবধান। কালিম্পং, দার্জিলিঙের চিত্রেতেও রয়েছে সতর্কতা। প্রবল বৃষ্টির কারণে এসব এলাকাতে ভূমিধসের সম্ভাবনা থেকেই যায়। তাই পুজোর সময় উত্তরবঙ্গ ও সিকিম এড়িয়ে চলাই ভালো।