weather Update: শীত উধাও, তবে ঘন কুয়াশার দাপট রাজ্যে

বসন্তের আবহে শীত প্রায় বিদায় নিচ্ছে (Weather update), তবে কুয়াশার দাপট কিন্তু রয়ে গিয়েছে। সোমবার ভোর থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ ঢেকে গিয়েছে ঘন কুয়াশার চাদরে (Weather update)। বেলা বাড়লেও কুয়াশার প্রভাব কাটছে না (Weather update)।

কোথায় কোথায় সতর্কতা?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ছয় জেলা এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান – এই জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজ্যের বাকি জেলাগুলিতেও কাকভোরে মাঝারি কুয়াশার দেখা মিলেছে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে নেমে এসেছে, যা স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে।

 

তাপমাত্রার হালচাল

সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬.৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, যা আর্দ্রতার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।

 

তাপমাত্রা কমবে, তবে সামান্যই

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে খুব বেশি নয়। পারদ ২-৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে, কলকাতার তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এখনই শীতের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে, মাত্র কয়েকদিনের মধ্যেই আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে।

 

বৃষ্টি আপাতত নেই, তবে আকাশ মেঘলা থাকবে

সোমবার বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, আবার কোথাও দিনভর মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তাই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

শীত প্রায় বিদায় নিলেও ঘন কুয়াশা এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রভাব ফেলছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় পরিবহন ব্যবস্থায় কিছুটা সমস্যা হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আরও বাড়বে, ফলে গরমের অনুভূতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।