এবারে যেন শীত কোনওভাবেই আসছে না (Weather Update)। ডিসেম্বরের প্রথম সপ্তাহ কেটেই গিয়েছে (Weather Update)। এখনও অনেক বাড়িতেই পাখা চলছে। বাংলায় সেভাবে ঠান্ডাই পড়ল না। নিম্নচাপের জেরে বাংলায় ঠান্ডা বেশ কিছুদিন পিছিয়ে গিয়েছিল (Weather Update)। তবে গত দুই দিনে তাপমাত্রা একটু কমতে শুরু করেছিল। কিন্তু পরিস্থিতি (Weather Update) বদলে যায় সোমবার থেকেই। সোমবার সকাল থেকেই তাপমাত্রা একেবারে বদলে যায়।
সোমবার ভোর থেকেই আকাশ মেঘলা ছিল। ঠান্ডার পারদটা অন্যদিনের থেকে সোমবারের ভোরের দিকে একটু বেশি ছিল। কিন্তু সকালের দিকে হালকা রোদের দেখা মিললেও দুপুর থেকে দ্রুত বাংলার আবহাওয়ার পরিবর্তন হয়। রাজ্যের একাধিক জেলায় দুপুরের দিকে বৃষ্টি হতে শুরু করে। রোদ একেবারে উধাও। যে সব জায়গায় বৃষ্টি হয়নি, সেই জায়গাতেও আকাশ মেঘলা। আর তার প্রভাবেই নতুন করে সোমবার দুপুর থেকে ঠান্ডার আমেশ টুকু নিখোঁজ হয়েছে। নতুন করে তাপমাত্রা বাড়তে শুরু করেছে বলে জানা গিয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের ৯ জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে মেঘ ঢোকায় নতুন করে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা কিছুটা বেড়ে সোমবার কলকাতায় হল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার আরও বাড়তে পারে তাপমাত্রা। তবে বুধবার থেকেই বাধা সরবে বলে মনে করছেন আবহাওয়াবিরা, ঠান্ডা ফিরবে। সপ্তাহের শেষে ৩ থেকে ৪ ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে।
তবে কবে রাজ্যের বুকে এখনও ঠান্ডা কবে পড়বে জাঁকিয়ে পড়বে বলে তা এখনও পর্যন্ত কিছু হদিশ দিতে পারছে না আবহাওয়া দফতর। যদিও আবহাওয়া দফতরের তরফে আগে জানানো হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ঠান্ডা পড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু মাঝে রাজ্যে মেঘ ঢুকে ঠান্ডার রাজ্যের প্রবেশকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।