আন্দোলনরত জুনিয়র (RG kar medical college) ডাক্তারদের ফের আলোচনায় বসার প্রস্তাব দিল রাজ্য সরকার। সূত্রের খবর, রবিবার বিধাননগর কমিশনারেটের তরফ থেকে স্বাস্থ্যভবনের সামনে ধরনা মঞ্চে জুনিয়র ডাক্তারদের তাঁদের দাবি নিয়ে আলোচনার জন্য নিঃশর্ত ওই বৈঠকের প্রস্তাব দেওয়া হয়।
কমিশনারেটের তরফে জানানো হয়েছে, জুনিয়র ডাক্তাররা আলোচনায় আগ্রহী হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠকের বন্দোবস্ত করা হবে। এবিষয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি। প্রসঙ্গত, এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে ধরনা মঞ্চে গিয়ে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। সেই মতো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেও শর্তের নামে জটিলতা তৈরি করে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেননি। গত সপ্তাহে নবান্নর পক্ষ থেকে বৈঠক ডাকা হয়। জুনিয়র ডাক্তারদের শর্তের জটেই তা শেষ পর্যন্ত ভেস্তে যায়।
গত ৮ আগস্ট, নাইট শিফট ছিল আর জি করের তরুণী চিকিৎসকের। পরদিন হাসপাতালেরই সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সেই সময় প্রায় বিবস্ত্র ছিলেন তিনি। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার তদন্তে নেমে প্রথমেই কলকাতা পুলিশের সিট সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। এর পর কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সঞ্জয় বর্তমানে সিবিআই হেফাজতে। সম্প্রতি এই ঘটনায় আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে।