Homeজেলার খবরSanjay Rai: পলিগ্রাফ টেস্টে কী বললেন সঞ্জয়? উঠে আসছে বিস্ফোরক তথ্য

Sanjay Rai: পলিগ্রাফ টেস্টে কী বললেন সঞ্জয়? উঠে আসছে বিস্ফোরক তথ্য

Published on

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নারকীয় মৃত্যুর ঘটনায় রয়েছে খুন ও ধর্ষণের অভিযোগ। এখনও পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায়(Sanjay Rai)। তদন্তে নেমেছে সিবিআই। রবিবারই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের পথে হাঁটে সিবিআই। মিডিয়া রিপোর্টের দাবি, সঞ্জয় তাঁর ‘লাই ডিটেক্টর’ টেস্টে জানিয়েছেন, তিনি যখন সেমিনার হলে পৌঁছন, তখন ওই তরুণীকে সেখানে মৃত অবস্থায় দেখতে পান। আর জি কর কাণ্ডে এটি কার্যত বিস্ফোরক তথ্য হিসাবে উঠে আসছে।

কিছুদিন আগেই ধৃত সঞ্জয় দাবি করেছিল তিনি ‘নির্দোষ’ বলে। তিনি বলেছিলেন,’আমি কিছু করিনি’। সঞ্জয় রায়ের সেই দাবির পরই তার পলিগ্রাফ টেস্ট হয়। ‘টাইমস অফ ইন্ডিয়ার’ খবর বলছে, এই লাই ডিটেক্টর টেস্টে বেশ কিছু ভুয়ো ও যুক্তিযুক্তভাবে মানা যাচ্ছে না এমন তথ্যও উঠে এসেছে। সূত্র দাবি করছে, ওই লাই ডিটেক্টর পরীক্ষার সময় সঞ্জয় রায় অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সিবিআই নানান প্রমাণ সামনে রেখে সঞ্জয়কে ওই পরীক্ষায় প্রশ্ন করা শুরু করলে, সে নানান অজুহাত দিতে থাকে। দাবি করে, সে যখন সেমিনার হলে পৌঁছয়, তখন তরুণীকে মৃত অবস্থায় দেখে। এমনই তথ্য দাবি করেছে মিডিয়া রিপোর্ট।

লাই ডিটেক্টর টেস্টে সঞ্জয় রায় বলে, ঘটনাস্থলে ওই তরুণীকে মৃত অবস্থায় দেখে তিনি ঘটনাস্থল থেকে ভয়ে পালিয়ে যান। এর আগে, যখন কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে, তখন তিনি ধর্ষণ ও খুনের অভিযোগ স্বীকার করেছিল বলে জানা গিয়েছিল। এরপর সঞ্জয় সদ্য দাবি করেন, যে তিনি নির্দোষ। তারপরই এই টেস্ট হয় সঞ্জয়ের। এদিক, মিডিয়া রিপোর্ট বলছে, জেলে থাকা গার্ডদের সঞ্জয় বলেছে, সে এই ধর্ষণ ও খুনের বিষয়ে কিছু জানতেন না। গত সপ্তাহে, একই দাবি সঞ্জয় শিয়ালদায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে করেন বলেও খবর।

সিবিআই এবং পুলিশ, সঞ্জয়ের বক্তব্যে বেশ কিছুটা অসঙ্গতি পেয়েছে। প্রসঙ্গত, যখন সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করছে, সেখানে এই বক্তব্যের অসঙ্গতি বেশ তাৎপর্যপূর্ণ। সঞ্জয় তদন্তের মুখ বিভ্রান্ত করার চেষ্টা করছে। নিজেকে নির্দোষ দাবি করলেও, সঞ্জয় তার মুখে আঘাত ও ঘটনার সময় তার সেখানে উপস্থিত থাকা নিয়ে সেভাবে যুক্তি দিতে পারেনি বলে রিপোর্টের দাবি।

Latest News

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

More like this

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

Calcutta High Court: বয়স কোনও বাধাই নয়! টেস্ট টিউব বেবির অনুমতি মিলল হাইকোর্টে

বয়স ষাট ছুঁই ছুঁই করছে। এই বয়সে সন্তান নিতে চান কাশীপুরের দম্পতি। কিন্তু পথের...