দীর্ঘ দুই বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ধীরে ধীরে তিনি (Anubrata Mondal) রাজনীতির ময়দানে ফিরছেন। তবে কবে থেকে তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখতে পাওয়া যাবে, সেই নিয়ে প্রশ্ন লেগেই রয়েছে। জানা যাচ্ছে, দীপাবলির পরেই ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
দীপাবলির পরেই অনুব্রত মণ্ডল ব্লকে ব্লকে জনসভা করবেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের অভ্যন্তরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। মঙ্গলবার ইলামবাজার সভায় বক্তব্য রাখেন অনুব্রত মণ্ডল। তাঁকে দেখেই জনগন “টাইগার জিন্দা হ্যায়” স্লোগান দিতে থাকে। দলীয় কর্মীরা তাঁকে মূলত বীরভূমের বাঘ বলেই উল্লেখ করে থাকেন। এনিয়ে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি কিছু মন্তব্য করতে অস্বীকার করেন।
অন্যদিকে, পুজোর মুখে জেল থেকে বের হলেও তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর এখনও কোনও সাক্ষাৎ হয়নি। এরমধ্যেই অনুব্রত মণ্ডলকে ফোন করলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন কীভাবে আগামীদিনে চলতে হবে।
জেল থেকে ফেরার পর বিজয়া সম্মিলনী করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই বিজয়া সম্মিলনীতে কার্যত বীরভূমের কোনও কোর কমিটির সদস্য ছিল না। এরপরেই মুখ্যমন্ত্রীর ফোন যায় অনুব্রত মণ্ডলের কাছে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের জেলে যাওয়ার পরে বীরভূমে তৃণমূলের একটি কোর কমিটি গঠন করা হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে জানান, দলে কোর কমিটিকে নিয়েই চলতে হবে। আগের মতো আর একা চলা যাবে না।