নিউজ ডেস্ক, জেনেভা : ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই মারণ ভাইরাস রোধে এখনও কোনও নির্দিষ্ট ভ্যাকসিনও আবিষ্কার হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি চেষ্টা করছেন। এর মধ্যেই শনিবার অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন ও এইচআইভি ড্রাগ রিটোনাভিরের ট্রায়াল বন্ধ করল হু।
সংবাদসংস্থা আল জাজিরায় প্রকাশিত খবর অনুযায়ী, করোনা আক্রান্তদের মধ্যে এই দুই ড্রাগের ট্রায়াল শুরু হয়েছিল। কিন্তু মৃত্যুর হার কমাতে ব্যর্থ হওয়ায় এর ট্রায়াল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “এই ট্রায়াল করে এই রিপোর্ট পাওয়া গিয়েছে যে হাইড্রক্সিক্লোরোকুইন ও রিটোনাভির করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর হার কমাতে বিশেষ কিছু কাজে আসছে না। তাই এই ওষুধের ট্রায়াল করে আর কোনও লাভ নেই। ফলে রোগীদের মধ্যে এই দুই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করা হল।”
হু-এর তরফে আরও জানানো হয়েছে, হাসপাতালে ভরতি নন, এমন আক্রান্তদের মধ্যে সাময়িকভাবে এই দুই ড্রাগের ট্রায়াল করে দেখা হবে কোনও ফল মিলছে কিনা। যদি সেখানেও কোনও ফল না মেলে তাহলে পুরোপুরি ভাবে এই দুই ড্রাগের ট্রায়াল বন্ধ করা হবে।
অন্যদিকে, হু গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মোট ২১২,৩২৬ টি নতুন সংক্রমণের খবর প্রকাশ্যে এনেছে। হু জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৫,১৩৪ জন মারা গেছেন, যার ফলে মৃতের মোট সংখ্যা এখন ৫২৩,০১১। এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লক্ষ ৮৬ হাজার ৫৬০ জন।