নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মাঝে আর মাত্র দশ মাস। আগামী একুশেই রাজ্যে বিধানসভা নির্বাচন।আর এই নির্বাচনের আগেই রাজনৈতিক গুটি সাজাতে ব্যস্ত সমস্ত দলগুলি। এহেন পরিস্থিতিতে দিল্লিতে শুরু হয়েছে বিজেপির নির্বাচনী প্রস্তুতির বৈঠক। তার মধ্যেই সমস্ত রাজনৈতিক জল্পনাকে উস্কে দিয়ে বৈঠক এড়িয়ে গেলেন মুকুল রায়। আগামী বিধানসভা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ এই বৈঠকে দিল্লিতে উপস্থিত থেকেও যোগ দিলেন না মুকুল। তবে সব প্রশ্নের উত্তর দিলেন মুকুল রায়।
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক চলছে রাজ্য বিজেপি নেতাদের। ২০২১-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে রণনীতি সাজিয়ে ময়দানে নামার প্রস্তুতি চলছে এই বৈঠকের মাধ্যমে। এমন গুরুত্বপূর্ণ বৈঠকে মুকুলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কলকাতায় ফিরেই এই প্রশ্নের উত্তর দিলেন মুকুল।
শনিবার দিল্লি থেকে কলকাতায় ফেরেন মুকুল রায়। সাংবাদিকরা তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। কলকাতায় নেমেই দিল্লির বৈঠকে তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়। তার উত্তরেই তিনি সব জল্পনা ভেঙে দেন।
তিনি জানিয়েছেন, তাঁর চোখে ইনজেকশন নিতে হবে, সে কারণেই তাঁকে তাড়াতাড়ি ফিরত হয়েছে কলকাতায়। তবে প্রথম দিনের দিল্লির বৈঠকে তিনি উপস্থিত ছিলন বলেও জানান মুকুল। যদিও দিল্লিতে থাকাকালীন বৈঠকে না থাকার কারণ কিছুই জানাননি মুকুল। কলকাতায় ফিরেই সব জল্পনাকে তুচ্ছ করে উত্তর দিলেন।
অন্যদিকে মুকুল রায়ের গরহাজিরার কারণে চলছিল রাজনৈতিক নানান জল্পনা। প্রশ্ন উঠছিল তবে কি বিজেপিতে মুকুল পর্ব শেষ হতে চলেছে? স্পষ্টভাবে কিছুই বলা যাচ্ছিল না। মুকুলের অনুপস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি সেরকম গুরুত্বও দেননি। দিলীপ ঘোষ জানিয়েছিলেন, মুকুল রায় আগের বৈঠকে ছিলেন, কিন্তু করোনার কারণেই তিনি এখন দূরত্ব বজায় রাখছেন। কলকাতায় যে ফিরে আসছেন মুকুল এরকম কথা আগেই জানিয়েছিলেন দিলীপবাবু।