কালীপুজোর সময় ফালকাটায় এক শিশুকে ধর্ষণ ও খুনের (Woman Harassment)অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু হয়েছে অভিযুক্তের। ফের কালীপুজোয় শ্লীলতাহানীর(woman harassment)অভিযোগ উঠেছে। ফের এক নাবালিকাকে শ্লীলতাহানীর (woman harassment) অভিযোগ উঠেছে। কালী পুজোর সময় বাড়িতে ঢুকে এক নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে পুরোহিতের বিরুদ্ধে। হাতে কেক আর টাকা দিয়ে ওই পুরোহিত কিশোরীকে কোলে বসিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
পূর্ব বর্ধমানের গুসকরাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাঁকে গ্রেফতার করে। ৬৮ বছরের ওই বৃদ্ধ পুরোহিত ওই বাড়িতে দীর্ঘদিন ধরে পুজো করতেন। কালীপুজোর দিন রাতে পুজো করে চলে যান তিনি। শুক্রবার ফের তিনি পুজো করতে আসেন। অভিযোগ পোশাক বদলানোর নাম করে ওই পুরোহিত সোজা দোতলায় চলে যান। সেখানেই তিনি ১২ বছরের কিশোরীকে শ্লীলতাহানী করেন বলে অভিযোগ। কিশোরী তার মাকে সব জানায়। পরে মা প্রতিবেশীদের ডাকেন। স্থানীয় বাসিন্দারা পুরোহিতকে আটক করে রাখেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এলে, তাঁর হাতে অভিযুক্ত পুরোহিতকে তুলে দেওয়া হয়।
কিশোরীর মা অভিযোগ করে বলেন, “সে দিন সকাল সাড়ে ৯টায় আসার কথা ছিল পুরোহিতের। কিন্তু তিনি অনেক আগেই চলে আসেন। এরপর ধুতি পাল্টাবেন বলে সোজা ওপরে চলে যান। ঘরে ঢুকে আমার মেয়েকে কোলে টেনে বসায়। ওকে কেক দেয়, হাতে ২০ টাকা দেয়।” কিশোরীর মা বলেন, যখন পুরোহিত তাঁর মেয়ের গায়ে হাত দিচ্ছিলেন তখন তাঁর ছেলে ঘরে ঢুকে পড়ে। ছেলেকে দেখেই কিশোরীকে ছেড়ে দেন পুরোহিত। বাড়ির সবাই পুজোর কাজে ব্যস্ত ছিল। সেই সুযোগেই পুরোহিত এই ধরনের ঘটনা ঘটিয়েছে। শুক্রবার দুপুরে পুলিশে কিশোরীর পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।
অন্যদিকে, কালীপুজোর দিন রাতে ফালকাটায় এক শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। শিশুটির দেহ সামনের পুকুরে অভিযুক্ত ফেলে দেয়। শিশুটির দেহ পুকুরে ফেলার সময় গ্রামবাসীরা দেখে ফেলেন। অভিযুক্তকে সুপারী গাছে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। ঘটনায় অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।