নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার সকালে ৫০০ জন যুবক বিদ্যাসাগরের অবয়ব আঁকা টি-শার্ট পরে গলায় বিদ্যাসাগরের ছবি ঝুলিয়ে পায়ে হেঁটে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে পৌঁছান। র্যালীর সামনে একটি ফ্লেক্স ছিল তার নীচে লেখা দাদার অনুগামী। প্রধানত শুভেন্দু অধিকারীর অনুগামীদের তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিদ্যাসাগরের জন্মভিটায় তাঁর আবক্ষ মূর্তি তে মাল্যদান করা হয়।
