পল্লব হাজরা, বরাহনগর: শহর থেকে শহরতলি দুর্গাপুজোর থিমের চমক উপহার দিতে প্রস্তুত পুজো মণ্ডপ গুলি। থেমে নেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুজো মণ্ডপগুলিও।
উত্তর শহরতলির বরাহনগরের অন্যতম পুজো মণ্ডপ গুলির মধ্যে ইতিমধ্যেই দর্শকের মনে আলাদা স্থান দখল করে নিয়েছে মল্লিক কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। ৭২তম বর্ষে এই বছরের তাদের মূল আকর্ষণ ‘রূপকথার দেশে মৌরাজ্য’।
পঞ্চমীতে মণ্ডপটি উদ্বোধন করেন দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়, সাংসদ দোলা সেন, বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায় সহ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব।
উদ্বোধনের দিন থেকেই দর্শকদের ভিড় ছিল চোখে পরার মতো।
মণ্ডপের বাহিরে ও অন্দরে দেখা মিলছে মৌমাছি ও মৌচাক। মৌয়াল থেকে হরিণ এবং মৌমাছির গুঞ্জনে এক অভিনব পরিবেশ সৃষ্টি হয়েছে মণ্ডপের অন্দর মহলে। তারই মধ্যে বিরাজ করছেন মা দুর্গা সহ তাঁর সন্তানরা।
খবর এই সময় এর পক্ষ্য থেকে জেলার সেরার শিরোপা তুলে দেওয়া হয় বরাহনগর মল্লিক কলোনি দুর্গোৎসব কমিটির হাতে।
পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা রামকৃষ্ণ পাল জানান এই সন্মান পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। কমিটির অন্যান্য কর্মকর্তা ও শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে এই মণ্ডপটি দর্শনার্থীদের প্রতি উপহার দেওয়া সম্ভব হয়েছে।
ওপর দিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দর্শনার্থীদের প্রবেশের সময় হাতে স্যানিটাইজার ব্যবস্থা ও ম্যাক্সের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে মণ্ডপ কতৃপক্ষের পক্ষ থেকে।