Homeদেশের খবরSSC Scam: ১০ দিনের ED হেফাজত পার্থ-অর্পিতার ,দু- দিন অন্তর করাতে হবে...

SSC Scam: ১০ দিনের ED হেফাজত পার্থ-অর্পিতার ,দু- দিন অন্তর করাতে হবে মেডিক্যাল

Published on

খবরএইসময় ডেস্ক:  এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ধৃত তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কে (Arpita Mukherjee) দশ দিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩ অগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দুই জনেরই প্রতি ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল করতে হবে বলে ED সূত্রে জানা গিয়েছে।

 

উল্লেখ্য, অসুস্থতার কারণে প্রথমে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এর বিরোধিতা করে রবিবারই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই মামলায়, ভুবনেশ্বর এইমসের চিকিৎসকদের দিয়ে পার্থর শারীরক অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। সেইমতো সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। তবে একাধিক শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, শারীরিক কয়েকটি জটিলতা থাকলেও, হাসপাতালে ভরতির প্রয়োজন নেই। এরপরই এই রিপোর্ট নিয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি।

 

ইডি সূত্রে খবর, সোমবার ভুবনেশ্বরেই রাখা হবে পার্থ বাবুকে। আগামিকাল (মঙ্গলবার) তাঁকে নিয়ে আসা হতে পারে কলকাতায়। প্রসঙ্গত, ইডির বিশেষ আদালত সন্ধে প্রায় পৌনে সাতটা থেকে রায়দান স্থগিত রেখেছিল। শেষে রাত প্রায় পৌনে ১১ টা নাগাদ আদালতের রায় ঘোষণা করা হয়।
এদিন অর্পিতার আইনজীবী জানিয়েছিলেন,  সোমবার অর্পিতার জামিনের জন্য আবেদন করা হয়নি। তাঁরা রিমান্ডের উপর সওয়াল করেছিলেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা মন্ত্রীর জামিনের জন্যই সওয়াল করেছিলেন।

 

প্রসঙ্গত, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ২১ কোটি ৯০ লাখ টাকা নগদ উদ্ধার করেছে। এর পাশাপাশি বেশ কিছু বিদেশি মুদ্রা এবং প্রচুর সোনার গয়না পাওয়া গিয়েছে। পরের দিনই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডির তরফে দাবি করা হয়, অর্পিতা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

 

রাজনৈতিক মহলের একাংশের মতে, আদালতের এই নির্দেশের পর ইডির তদন্ত প্রক্রিয়ায় অনেকটাই সুবিধা হবে। ভুবনেশ্বর এইমস থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ নন। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির আধিকারিকরা।

Latest News

Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সবজি বাজারে আচমকা হানা টাস্ক ফোর্সের! আপাত স্বস্তিতে মধ্যবিত্তরা

বাজারে শাক-সবজির দাম (Price Hike) আকাশ ছোঁওয়া। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠক করেছিলেন (Price Hike)...

RG Kar: আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য! সাফ জানিয়ে দিল কেন্দ্র

আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বার বার প্রাক্তন...

TMC Councillor: ফের তৃণমূল কাউন্সিলরের ওপর দুষ্কৃতী হামলা! এবার বাড়িতে ঢুকে…

কসবায় তৃণমূল কাউন্সিলের (TMC Councillor) ওপর হামলার রেশ কাটেনি। তাঁকে (TMC Councillor) বাড়ির সামনে...

Police: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই বড় সিদ্ধান্ত! রাতেই সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল

পুলিশ (Police) অফিসারদের একাংশ টাকা খেয়ে চুরি করে। বৃহস্পতিবার বৈঠকে এমনই দাবি করেছিলেন খোদ...

More like this

Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সবজি বাজারে আচমকা হানা টাস্ক ফোর্সের! আপাত স্বস্তিতে মধ্যবিত্তরা

বাজারে শাক-সবজির দাম (Price Hike) আকাশ ছোঁওয়া। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠক করেছিলেন (Price Hike)...

RG Kar: আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য! সাফ জানিয়ে দিল কেন্দ্র

আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বার বার প্রাক্তন...

TMC Councillor: ফের তৃণমূল কাউন্সিলরের ওপর দুষ্কৃতী হামলা! এবার বাড়িতে ঢুকে…

কসবায় তৃণমূল কাউন্সিলের (TMC Councillor) ওপর হামলার রেশ কাটেনি। তাঁকে (TMC Councillor) বাড়ির সামনে...