নিজস্ব প্রতিনিধি, বারাসতঃ বছর দশেকের এক নাবালিকা যৌন নির্যাতনের শিকার তার মেসোর কাছে। হাতেনাতে ধরে মারধর এলাকাবাসীর,পরে পুলিশের হাতে হস্তান্তর স্থানীয়দের।ঘটনাটি ঘটেছে বারাসাত ২৩ নংওয়ার্ডের সত্যনারায়ন পল্লি এলাকায়।স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বছর দশেকের ওই নাবালিকাকে যৌন নির্যাতন করছিলেন পেশায় ইলেকট্রিক কর্মী সম্পর্কে মেসো পাঁচু মন্ডল।নির্যাতিতার মা মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করেন।অন্যান্য দিনের মত এদিনও নির্যাতিতার মা পরিচারিকার কাজ করতে বেরিয়েছিলেন এবং বাবা ও কাজে গিয়েছিলেন।ফলে ভাড়া বাড়িতে একাই ছিল মেয়েটি। অভিযোগ, বাড়িতে কেউ না থাকায় সুযোগ নিয়ে পাচু মন্ডল মেয়েটির উপর যৌন নির্যাতন চালায়। ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়িওয়ালার। জানালা দিয়ে উঁকি মারতেই তিনি বুঝতে পারেন পাঁচুর অপকর্মের বিষয়টি। সাথেসাথেই সকলের গোচরে আনেন তিনি। ডেকে আনা হয় নির্যাতিতার বাবা-মাকে।খবর ছুতে আসে পাড়ার লোকজন। তারপর দরজা খুলে অভিযুক্তকে বাইরে বের করে এনে শুরু হয় উত্তেজিত জনতার গনপিটুনি ।
