ব্যারাকপুর: রীতি মেনে স্বাধীনতা দিবস পালন (79th Independence Day) হল ব্যারাকপুর গান্ধিঘাটে। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস দেশজুড়ে পালিত হচ্ছে ৷ সকালেই দিল্লির লালকেল্লায় পতাকা তুলে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি শহর কলকাতায় রেড রোডে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পালিত হয়েছে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস ৷ শুক্রবার সকালে ব্যারাকপুরের গান্ধিঘাটে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি গান্ধিঘাটে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতি বিভাগ আয়োজিত একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ায় পাশাপাশি গান্ধিজীর স্মারকস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং অন্যান্য প্রশাসনিক কর্তারাও। উপস্থিত থাকেন ব্যারাকপুরের সাংসদ সাংসদ পার্থ ভৌমিকও।এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এরপর রাজ্যপাল মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।