Homeখেলার খবরVirat Kohli: স্ট্রাইক রেট ঠিক রাখতে চাইছিলেন কোহলি

Virat Kohli: স্ট্রাইক রেট ঠিক রাখতে চাইছিলেন কোহলি

Published on

বিরাট কোহলি (Virat Kohli) কি শুধুমাত্র সমালোচকদের জবাব দেওয়ার জন্য মাঠে নামছেন? সেই প্রশ্নটা আরও একবার সামনে চলে এল বৃহস্পতিবার। এদিন ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৭ বলে ৯২ রান করার পরে সমালোচকদের খোঁচা দিয়ে বিরাট বলেন, ‘পুরো ইনিংসেই আমার স্ট্রাইক রেট বেশি রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।’

আর সমালোচক বলতে সেইসব ব্যক্তিরা, যারা আইপিএলে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলছিলেন। বিরাট যে স্ট্রাইক রেটে খেলছেন, তা এ যুগের টি-টোয়েন্টির জন্য উপযুক্ত নয় বলে দাবি করতে থাকেন তারা। যাদের আগেই কটাক্ষ করেন বিরাট। আর বৃহস্পতিবার ১৯৫.৭৪ স্ট্রাইক রেটে ৯২ রান করার পরে কটাক্ষের তিরটা আরও তীক্ষ্ণ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবির) তারকা ক্রিকেটার।

বৃহস্পতিবার ধরমশালায় ওপেন করতে নেমে পাঞ্জাবের বিরুদ্ধে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট। এমন কয়েকটি শট মারেন, যেগুলি স্রেফ চোখে লেগে থেকে যাবে। একটি শটের সময় তার শরীরের আকৃতিটা ইংরেজি অক্ষত ‘কে’-র মতো হয়ে যায়। সবমিলিয়ে ৯২ রানের ইনিংসে সাতটি চার এবং ছটি ছক্কা মারেন বিরাট। তবে তার সেই ইনিংসটা নিখুঁত ছিল না। তার একাধিক ক্যাচ ফস্কে দেন পাঞ্জাবের ফিল্ডাররা।

আরসিবির ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পরে বিরাট বলেন, ‘পুরো ইনিংসেই আমার স্ট্রাইক রেট বেশি রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। আমি শুধুমাত্র দলের জন্য ছন্দটা বজায় রাখার উপরে জোর দিচ্ছিলাম। রজত (পতিদার) যখন আউট হয়ে গিয়েছিল, তখন পরিস্থিতি কিছুটা জটিল হয়ে গিয়েছিল। আমাদের তিনটি উইকেট পড়ে গিয়েছিল। তারপর কিছুটা বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। তার ফলে কিছুটা ছন্দপতন হয়ে যায়।’

বিষয়টি ব্যাখ্যা করে বিরাট বলেন, ‘(খেলা ফের শুরু হওয়ার পরে) সেই ছন্দটা ফিরে আট থেকে ১০ বলের মতো লাগে। যখন ভিত্তিটা তৈরি হয়ে যায় এবং ক্যামেরন (গ্রিন) কয়েকটি বাউন্ডারি মেরে দেয়, তখন আমি ভাবলাম যে আমায় ফের মেরে খেলতে হবে।’ সেইসঙ্গে বিরাট জানান, ধরমশালার পিচে যে খুব ভালোভাবে বল আসছিল, সেটা নয়। বরং পিচটা কিছুটা কঠিন ছিল।

কাকে নিশানা করেছেন, তা সরাসরি কিছু বলেননি বিরাট। কারণ তিনি কারও নাম করেননি। তবে নেটিজেনদের মতে, গুজরাট টাইটানস ম্যাচের পরে সঞ্জয় মঞ্জরেকর, হর্ষ ভোগলেদের নিশানা করেছিলেন বিরাট। আর তা নিয়ে বিরাটের তুমুল সমালোচনা করেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘এরা সব বলেন যে ওহ, আমি তো বাইরের কথাবার্তায় পাত্তা দিই না। কিন্তু তাহলে বাইরের কথাবার্তার কেন জবাব দিচ্ছ? আমরাও কিছুটা ক্রিকেট খেলেছি। বেশি খেলিনি। আমাদের কোনো ধান্দা নেই। আমরা যেটা দেখছি, সেটাই বলছি।’

Latest News

IPL 2025: মেগা নিলামের আগে কোন দলের পকেটে কত টাকা বাকি আছে?

আইপিএল ২০২৫-এর (IPL 2025) মেগা নিলামে খুব কম সময় বাকি। এ বছরের মেগা নিলাম...

Maharashtra Election Result: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কি ফড়নবিশ! ময়দানে নামলেন অমিত শাহ

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election Result) ফল প্রকাশিত হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট ২০০টিরও...

Maharashtra Election Result: ‘আমরা কাজের পুরস্কার পেয়েছি’, মহাযুতির বিজয় নিয়ে বললেন শিন্ডে

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল (Maharashtra Election Result) আজ প্রকাশিত হয়েছে। মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট স্পষ্ট...

IND vs AUS: প্রথম টেস্টেই আলোড়ন তোলা কে এই নীতীশ কুমার রেড্ডি?

টিম ইন্ডিয়ার ফাস্ট বোলিং অল-রাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে সর্বত্রই আলোচনা হচ্ছে। পার্থে অস্ট্রেলিয়ার...

More like this

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

Calcutta High Court: বয়স কোনও বাধাই নয়! টেস্ট টিউব বেবির অনুমতি মিলল হাইকোর্টে

বয়স ষাট ছুঁই ছুঁই করছে। এই বয়সে সন্তান নিতে চান কাশীপুরের দম্পতি। কিন্তু পথের...