ভোটের (Lok Sabha Election 2024) বাজারে ফের কুকথার নজির বাংলায়। ভোটের প্রায় শেষ লগ্নে আবারও ঘৃণা ভাষণের নজির! দিলীপ ঘোষ,অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের পর এবার সেই তালিকায় নাম জুড়ল বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের ৷ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করতে গিয়ে তাঁর বৈবাহিক স্থিতি এমনকী মাতৃত্ব নিয়েও প্রশ্ন তুললেন রুদ্রনীল ঘোষ ৷ এই নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের শুরু হয়েছে বিতর্ক ৷ যদিও এই নিয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে।
জানা গিয়েছে যে, আরামবাগ লোকসভায়(Lok Sabha Election 2024) বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের হয়ে প্রচারে গিয়েছিলেন রুদ্রনীল ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বেনজির আক্রমণ করেন তিনি। প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আপনি তো মা হননি, সংসার করেননি, তাই বাংলার মা-বোনদের যন্ত্রণা এবং সংসারের যন্ত্রণা আপনি কী বুঝবেন ! আর তাই জ্ঞান দেবেন না।” এখানেই শেষ নয়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, “আপনি তো বিয়ে করেননি, তাই মা হওয়া কী জিনিস, সংসার কী জিনিস, তা আপনি বুঝবেন না।”
তিনি আরও বলেন যে, ” মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো মা হলেন না, তাই মায়েরা কেমন করে সংসার চালাবে, তাদের কাছে হাতা আর খুন্তির গুরুত্ব কী, আপনি কী করে জানবেন ? আপনাকে আমি অসম্মান করছি না। আমি যেমন বিয়ে করিনি তাই বাবা হওয়ার যন্ত্রণা কী জানি না এবং এই বাবা হওয়ার যন্ত্রণা নিয়ে কাউকে জ্ঞান দিই না। আপনি নিজে মা হননি, তাই মা না হয়ে পশ্চিমবঙ্গের মায়েদের নিয়ে কিছু বললে রাজ্যের মায়েরা কড়ায় গন্ডায় হিসাব দিয়ে দেবে।” তবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। ইতিমধ্যেই তৃণমূল এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন।