খবর এইসময়, নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণে পাঁচশোর ঘরে হ্যাট্রিক পশ্চিমবঙ্গের। আবারও সেই রবিবার। এদিন নতুন ৫৭২ জন করোনা রোগীর খোঁজ মিলল। গত শুক্রবার করোনা রোগীর খোঁজ মিলেছিল ৫৪২ জনের যা এতদিন পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ। রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে করোনা অ্যাক্টিভের সংখ্যাও। আর তাতেই চিন্তায বেড়েছে প্রশাসনের কর্তা থেকে বিশেষজ্ঞদের। রবিবার করোনা আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১০ জনের।
এদিন ৫৭২ জন নতুন রোগীর খোঁজ মেলার পর পশ্চিমবঙ্গে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭,২৮৩ জন। রবিবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছুটি পেয়েছেন ৪০৪ জন কিন্তু সংক্রমণের বাড়বাড়ন্তে এদিন করণা অ্যাক্টিভের সংখ্যা বেড়েছে ১৫৮। ফলে পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ৫,৪৫১ জন।
এছাড়া রবিবার পশ্চিমবঙ্গে করনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনই কলকাতার বাসিন্দা। ফলে পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩৯। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করো না মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১১,১৯৩ জন।
রবিবার কলকাতায় ১৭১ জন নতুন করনা রোগীর খোঁজ মিলেছে। উত্তর ২৪ পরগনা নতুন কোন রোগের খোঁজ মিলেছে ১৩২ জন। এছাড়া হাওড়া ৭৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ জন, হুগলিতে ৩০ জন নতুন খোঁজ মিলেছে।
উত্তরবঙ্গও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সেখানে মালদা জেলায় এদিন ৫১ জন রোগীর খোঁজ মিলেছে। দক্ষিণ দিনাজপুরে ২২ জন, উত্তর দিনাজপুরে ৮ জন ও দার্জিলিংয়ের ৭ জন রোগীর খোঁজ মিলেছে। সুস্থতা নিরিখেও এগিয়ে রয়েছে কলকাতা। সেখানে রবিবার ১৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তারপরেই রয়েছে হাওড়া। সেখানে ৫৫ জন রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা ৪৩ জন, আলিপুরদুয়ারের ২২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।