নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর সদর ব্লকের বনপুরা গ্রাম পঞ্চায়েতের কুমারপুর গ্রামে ১০০ দিনের কাজের শ্রমিকরা মঙ্গলবার ঝুড়ি, কোদাল সঙ্গে নিয়ে পথ অবরোধে সামিল হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের বক্তব্য, সাধারণ মানুষ ১০০ দিনের কাজে যোগ দিতে গেলে তৃণমূল নেতারা তাদের কাজে যোগ দিতে বাধা দেন, কারণ তাঁরা নাকি বিজেপি করেন।
উল্লেখ্য,ওই গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে। যাঁরা জব কার্ড নিয়ে কাজ করতে গিয়েছিলেন, তাঁরা বিজেপি করেন এই অজুহাত দিয়ে তাদের কাজ করতে বাধা দেওয়া হয়। এরপরই তারা পথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধের পর, পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার ব্যবস্থা করে। এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।