Homeরাজ্যের খবরতৃণমূলের ছত্রছায়ায় সক্রিয় রাজনীতিতে ছত্রধর !

তৃণমূলের ছত্রছায়ায় সক্রিয় রাজনীতিতে ছত্রধর !

Published on

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের সক্রিয় রাজনীতিতে নাম লেখালেন ছত্রধর মাহাতো! রাজনীতির ময়দানে এবার লড়াই করবেন রাজ্যের শাসকদল তৃণমূলের ছত্রছায়ায়।

বুধবার গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের গোপীবল্লভপুর বাজার এলাকায় হাটিবাড়ি রাস্তায় গোপীবল্লভপুর ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভা হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতো।

গোপীবল্লভপুর ব্লকের সাতমা গ্রাম পঞ্চায়েতের সাতমা গ্রাম থেকে প্রায় ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে তৃণমূলের দাবি। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ছত্রধর মাহাতো। এদিন তৃণমূল যোগ দিয়ে ছত্রধর মাহাতো বলেন, “আমাদের দল বা তৃণমূল কংগ্রেস এখানে অনেক খানি পিছিয়ে পড়েছে। আজকের এই উৎসাহ দেখে আমার মনে হয় পিছিয়ে পড়া বলে কিছু হয় না। কারন মানুষেই গড়তে পারে, তৈরি করতে পারে, মানুষের পরিবর্তন আনতে পারে।” ছত্রধর মাহাতোর এই কথার পরেই তার কথার মধ্যে উঠে আসছে তিনি তৃণমূল কর্মী।

২০০৮-০৯ সাল নাগাদ জঙ্গলমহল এলাকায় বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন এই ছত্রধর মাহাতো। তাঁর সংগঠন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির ক্রিয়াকলাপ উঠে এসেছিল সংবাদের শিরোনামে। তৎকালীন বাম সরকার বিরোধী আন্দোলন নজর কেড়েছিল গোটা দেশের। ২০০৯ সালের দুর্হাপুজোর অষ্টমীর দিন তাঁকে গ্রেফতার করে পুলিশ। ছদ্মবেশে ছত্রধরের ডেরায় গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

টানা দশ বছর জেল খাটার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ছত্রধর মাহাতো। সেদিন ছত্রধর মাহাতো বলেছিলেন, “এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছি না। অনেকদিন পর মুক্ত আকাশ দেখলেন এখন কিছুটা সময় পরিবারের লোকের সঙ্গে কাটাতে চাই।”

জেল থেকে ছাড়া পাওয়ার পর মায়ের সাথে ছত্রধর ফাইল ছবি

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষকের দায়িত্বে থাকায় বারেবার ঝাড়গ্রাম এসেছেন। সেই সময় ছত্রধর মাহাতো ও তার স্ত্রী নিয়তি মাহাতো একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করেছেন। কিছুদিন আগে ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো পশ্চিমবঙ্গ সরকারের নারী ও সমাজ কল্যাণ দফতর-এর কমিটির স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত হন।

ফাইল ছবি

তারপরে এদিন তৃণমূলের কর্মী সভায় যোগদান পর্বের পর ছত্রধর মাহাতোর এই বক্তব্যকে কেন্দ্র করে জঙ্গলমহলে শুরু হয়েছে তুমুল জল্পনা।  তবে কি ছত্রধর মাহাতো সক্রিয় রাজনীতিতে নামছে তৃণমূল কংগ্রেসের হয়ে!

এদিন ছত্রধর মাহাতো বিজেপিকে নিয়ে বলেন, “এখানে একটি সাম্প্রদায়িক দল রয়েছে যারা কখনো পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসতে পারবে না।”

Latest News

UP’S Sambhal Clashes: সম্বলে তিনজনের মৃত্যুর পর ইন্টারনেট বন্ধ, কমিশনার কীভাবে পরিস্থিতি সামাল দিলেন?

রবিবার সম্বলের জামে মসজিদে সমীক্ষা চলাকালীন সহিংসতা (UP’S Sambhal Clashes) ছড়িয়ে পড়ে যাতে তিনজন...

UP’S Sambhal Clashes: ইউপির সম্বলে মসজিদ জরিপ নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত, ছোঁরা ইটে ঘায়েল পুলিশ

উত্তর প্রদেশের (UP'S Sambhal Clashes) সম্বলে একটি মুঘল আমলের মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষের...

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

Satabdi Roy: অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি! বিস্ফোরক তৃণমূল সাংসদ

গোরু পাচার মামলায় দুই বছর জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে...

More like this

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

Satabdi Roy: অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি! বিস্ফোরক তৃণমূল সাংসদ

গোরু পাচার মামলায় দুই বছর জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে...

RG Kar: শুনানি চললেও আর আদালতে তোলা হবে না সঞ্জয় রায়কে! সিভিক ভলেন্টিয়ারের জন্য নতুন ব্যবস্থায় উঠছে একাধিক প্রশ্ন

আরজি কর (RG Kar) মামলার শুনানি চলবে। কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর...