কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) শনিবার প্রয়াগরাজে ‘সংবিধান সম্মান সম্মেলনে’ যোগ দেবেন। ‘এলাহাবাদ মেডিকেল অ্যাসোসিয়েশন’-এর কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে সংবিধান সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। প্রায় দেড় ঘণ্টা সম্মেলনে থাকবেন রাহুল গান্ধী।
কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) শনিবার প্রয়াগরাজে ‘সংবিধান সম্মান সম্মেলনে’ যোগ দেবেন। এতে তিনি সমাপনী ভাষণ দেবেন। বিকেল ৪টার দিকে প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছাবেন রাহুল।
‘এলাহাবাদ মেডিকেল অ্যাসোসিয়েশন’-এর কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান হবে। প্রায় দেড় ঘণ্টা সম্মেলনে থাকবেন রাহুল গান্ধী। সুশীল সমাজের উদ্যোগে এই ‘সম্মিলন সম্মান সম্মেলন’ আয়োজন করা হচ্ছে। এতে অংশীদারের ভূমিকা পালন করবে কংগ্রেস দল।
সংবিধান সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে
এতে সংবিধান সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সংবিধান ও সংরক্ষণের অজুহাতে রাহুল কেন্দ্রীয় ও ইউপি সরকারকে নিশানা করতে পারেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের বিষয়বস্তু সংবিধানের প্রতি শ্রদ্ধা ও সুরক্ষার সঙ্গেও জড়িত।
রাজ্য কংগ্রেস কমিটির সভাপতি অজয় রাই জানিয়েছেন, গত লোকসভা নির্বাচনে সংবিধান বাঁচাতে লখনউতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একই ধারাকে সামনে রেখে শনিবার প্রয়াগরাজে দ্বিতীয় অনুষ্ঠান হতে চলেছে।
আলোচনা সভায় বক্তব্য রাখবেন রাহুল গান্ধী: অজয় রাই
রাই জানিয়েছেন, এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সারাদেশের বক্তারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তারা সবাই সংবিধানের ওপর তাদের মতামত তুলে ধরবেন। বিকেল ৪টে নাগাদ বিমানবন্দরে নামবেন রাহুল গান্ধী। সাড়ে চারটায় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচিতে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।
রাজ্য কংগ্রেস কমিটির সভাপতি জানিয়েছেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এতে তাঁর মতামত তুলে ধরবেন। প্রায় দেড় ঘণ্টা চলবে এই অধিবেশন। অন্যদিকে, শুক্রবার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের (MNREGA) বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, সব সমালোচনা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি এই কর্মসূচির ওপর ভরসা রাখছেন কিন্তু দুর্বলও করছেন।