নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বৃহত্তর এশিয়ার সর্বপ্রাচীন সাংবাদিকদের ক্লাব কলকাতার ঐতিহ্যমণ্ডিত ‘কলকাতা প্রেস ক্লাব’। আজ ছিল সুপ্রাচীন এই কলকাতা প্রেস ক্লাবের ৭৬ তম প্রতিষ্ঠা দিবস। করোনা মহামারীর আবহে সর্বসম্মত সরকারি বিধিনিষেধ মেনে খুবই সংক্ষিপ্তভাবে ঐতিহ্যমণ্ডিত এই ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ক্লাব লনে। ক্লাবের পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি স্নেহাসিশ শূর, সম্পাদক কিংশুক প্রামানিক, সহ- সম্পাদক নিতাই মালাকার সহ সম্মানীয় সদস্যবৃন্দ এবং ক্লাবের কর্মচারীগণ।
গত বছর এই ক্লাবের প্লাটিনাম জুবিলি বর্ষ ছিল। সেখানে দেখা গিয়েছিল ক্লাবের সদস্যরা সারাবছর ধরেই নানান ধরণের বর্ণময় জনমুখী কর্মসূচি নিয়ে তা সঠিক ভাবে রূপায়ণ করেছেন। তবে এই বছর এই মহামারী করোনা সংক্রমন রুখতে প্রতিষ্ঠা দিবস উদযাপন ছিল একেবারেই জৌলুসহীন।